হুড়মুড়িয়ে গঙ্গায় তলিয়ে গেল আস্ত রাস্তা...! সামসেরগঞ্জে আশঙ্কায় আরও ১০ বাড়ি, দেখুন ভিডিও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
হঠাৎ করে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল শিবপুর গ্রামের পাকা রাস্তার একটি অংশ। ফলে নতুন করে ভাঙনের জেরে আতঙ্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রাম।
সামশেরগঞ্জ: হঠাৎ করে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল শিবপুর গ্রামের পাকা রাস্তার একটি অংশ। ফলে নতুন করে ভাঙনের জেরে আতঙ্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রাম।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে গঙ্গা ভাঙ্গনে তলিয়ে যায় শিবপুর গ্রামের পাকা রাস্তার একটি অংশ। ফলে নতুন করে ভাঙনের জেরে আতঙ্ক ছড়িয়েছে। বর্ষার সময় গঙ্গার জলবৃদ্ধি হতেই ভাঙন ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বর্ষার মরশুমে গঙ্গা নদী ভাঙন ক্রমশই দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। রাতের ঘুম উড়ে গিয়েছে সাধারণ মানুষের। আর এবারে সামশেরগঞ্জের নতুন শিবপুরে গঙ্গা ভাঙনের তলিয়ে গেছে প্রায় ১০০ মিটার পাকা ঢালায় রাস্তা। তার সঙ্গে ১০টি বাড়ি গঙ্গার গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই সমস্ত বাড়িগুলো ভাঙতেও শুরু করেছে গঙ্গা ভাঙনে। ফলে ভাঙনে বিধ্বস্ত এলাকার মানুষজন তারা তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে।
advertisement
advertisement
খবর পেয়ে ভাঙন এলাকায় যান মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম। তড়িঘড়ি ছুটে যায় রাজ্যের সেচ দফতরের আধিকারিক। শুরু হয় পাড় বাঁধানোর কাজ। সামশেরগঞ্জেরতৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম বলেন, সামশেরগঞ্জের নতুন শিবপুরে একটি ঢালাই রাস্তা তলিয়ে গেছে। ফরাক্কা ব্যারেজ অতিরিক্ত জল ছাড়াছে তার সঙ্গে কয়েকদিনের প্রচন্ড বৃষ্টিপাত। ফলে প্রচন্ড জলের স্রোত, গঙ্গার কানায় কানায় জল পূর্ণ। এই সব কারণে ভাঙ্গন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ করা যেতে পারে, ২০২৩ সালে সর্বশেষ গঙ্গা ভাঙন হয়েছিল সামশেরগঞ্জের এই নতুন শিবপুর গ্রামে। তারপর থেকে অন্যত্র ভাঙন হলেও এখানে ভাঙন হয়নি বলে জানা যায়।
তন্ময় মন্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 2:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুড়মুড়িয়ে গঙ্গায় তলিয়ে গেল আস্ত রাস্তা...! সামসেরগঞ্জে আশঙ্কায় আরও ১০ বাড়ি, দেখুন ভিডিও