জানা গিয়েছে, যারা অপরাধ করেছে বর্তমানে আছেন বিচারাধীন। আর তাদের হাতেই ফুটে উঠছে দেবী দশভুজার মন্ডপসজ্জা। বহরমপুরের রিক্রেয়েশন ক্লাবের পুজোর প্যান্ডেল প্রতিমা সমস্ত কিছুই আবাসিকরা করে থাকেন। এবারে দুর্গা প্রতিমা তৈরীর ক্ষেত্রে যে আবাসিক তৈরি করতেন তিনি অসুস্থ থাকার ফলে বাইরে থেকে প্রতিমা তৈরি করার জন্য মৃৎশিল্পীকে আনা হয়েছে। তবে থিম ফুটিয়ে তোলা হচ্ছে বর্তমানে আবাসিকদের হাতেই।
advertisement
আরও পড়ুন: সুরাপ্রেমীদের মাথায় হাত! রমরমিয়ে চলছে নকল কারবার, হানা দিয়ে ফাঁস করল আবগারি দফতর
মূলত বার্তা একটাই মানুষের মধ্যে জল সংরক্ষণের ক্ষেত্রে এই সচেতনতা বোধ কিছুতেই তৈরি হচ্ছে। নানাভাবে যেখানে সেখানে জল অপচয় হচ্ছে সেই কারণে মুর্শিদাবাদের বহরমপুরের রিক্রেয়েশন ক্লাব মানুষের মধ্যে সচেতনতাবোধ তৈরি করতে এবার তাদের এই থিম বলেই জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটা সময়ে যারা অপরাধ করেছেন, বর্তমানে কেউ সাজা কাটছেন কেউ বা আছেন বিচারাধীন অবস্থায়। কিন্তু নিজেদের কাজের প্রতি ভালবাসা রেখেই আবাসিকরা করেছেন মন্ডপসজ্জা। এবছর ৭৯তম বর্ষে পদার্পণ করল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রেশন ক্লাব। এবারে সেভ ওয়াটার সেভ আর্থ থিম। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৪ জন আবাসিকদের হাত দিয়ে তৈরি হয়েছে মন্ডপ সজ্জা থেকে প্রতিমা সবকিছুই। মূলত ডিআইজি তার তত্ত্বাবধানে ভাবনা, যা বাস্তবে রূপ দিয়েছেন আবাসিকরা।
পুজো কমিটির সেক্রেটারি সুতনু মালাকার জানিয়েছেন, “প্রতি বছর আবাসিকরা নিজের হাতেই পুজোর সব কাজ করেন। আমরা বাইরে থেকে সমস্ত সরঞ্জাম এনে ব্যবস্থা করে দিই। আর আবাসিকরা প্রতিমা, প্যান্ডেল সব তৈরি করে।”