TRENDING:

Murshidabad News: বাসে ১৫ যাত্রী, পিছনে সজোরে ধাক্কা লরির! রথযাত্রার দিনেই বড় দুর্ঘটনা মুর্শিদাবাদে

Last Updated:

Murshidabad News: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর নাগাদ মুর্শিদাবাদে, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর নাগাদ মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বড়ুয়া মোড় সংলগ্ন জাতীয় সড়কে প্রসাদ হোটেলের ঠিক সামনে। মৃত্যু হল পণ্যবোঝাই লরির চালকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম, মন্টু প্রসাদ (৩৫)।
দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি 
দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি 
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে মুর্শিদাবাদের বহরমপুরের উদ্দেশ্যে প্রায় ১৫ জন যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল, বাসটি ঘটনাস্থলে কোন কারণবসত ব্রেক কষে এবং পিছনে থাকা একটি লোহার রড বোঝাই পণ্য গাড়ি সজোরে বাসের পিছনে ধাক্কা মারে। ট্রেলার চালকের ঘটনাস্থলে মৃত্যু হয় নাম মন্টু প্রসাদ (৩৫)। দুমড়ে মুচড়ে যায় পণ্য বোঝাই গাড়িটি।

advertisement

আরও পড়ুন: জাতীয় সড়কে বাঘের মত দেখতে আহত ওটা কী! ভয়ে কুঁকড়ে যান বাসিন্দারা, পরে জানা গেল আসল গল্প

মৃতের পরিচিত এক ড্রাইভার জানান গাড়িটি কলকাতা থেকে গুয়াহাটি লোহার রড নিয়ে যাচ্ছিল। বাসে থাকা যাত্রীদের হতাহতের কোন খবর নেই। ঘটনার পর খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্থানীয় বাসিন্দারা জানান, “বড়ুয়া মোড়ে যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ নেই অনেকটাই।ফলে প্রায় ঘটে দুর্ঘটনা। আজকে ভোরেও মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। প্রাণ যায় গাড়ির চালকের। আমরা চাই এখানে যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হোক। বাসটি হঠাৎই ব্রেক কষার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটল। পিছন থেকে ধাক্কা মারে পণ্য বোঝাই গাড়ি। যদিও দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বাসে ১৫ যাত্রী, পিছনে সজোরে ধাক্কা লরির! রথযাত্রার দিনেই বড় দুর্ঘটনা মুর্শিদাবাদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল