Fishing Cat: জাতীয় সড়কে বাঘের মত দেখতে আহত ওটা কী! ভয়ে কুঁকড়ে যান বাসিন্দারা, পরে জানা গেল আসল গল্প

Last Updated:
Fishing Cat: রেজিনগর থানার শিল্পতালুক সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে আচমকা একটি চলন্ত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় একটি বাঘরোল।
1/6
মুর্শিদাবাদের রেজিনগরে ফের দেখা মিলল বিরল প্রজাতির বন্যপ্রাণী বাঘরোলের (Fishing Cat)। মঙ্গলবার রাতে রেজিনগর থানার শিল্পতালুক সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে আচমকা একটি চলন্ত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় একটি বাঘরোল।
মুর্শিদাবাদের রেজিনগরে ফের দেখা মিলল বিরল প্রজাতির বন্যপ্রাণী বাঘরোলের (Fishing Cat)। মঙ্গলবার রাতে রেজিনগর থানার শিল্পতালুক সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে আচমকা একটি চলন্ত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় একটি বাঘরোল।
advertisement
2/6
রাতের অন্ধকারে বড় আকারের জন্তুকে দেখে এলাকার মানুষজন প্রথমে ভেবে বসেন সেটি বাঘ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, রেজিনগর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ এবং পরে বনদফতরকে অবহিত করা হয়।
রাতের অন্ধকারে বড় আকারের জন্তুকে দেখে এলাকার মানুষজন প্রথমে ভেবে বসেন সেটি বাঘ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, জেলার রেজিনগর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ এবং পরে বন দফতরকে অবহিত করা হয়।
advertisement
3/6
বনদফতরের কর্মীরা দ্রুত এসে আহত বাঘরোলটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার জেরে গোটা এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
বন দফতরের কর্মীরা এলে জানা যায় ওটি বাঘরোল, দ্রুত এসে আহত বাঘরোলটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার জেরে গোটা এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
advertisement
4/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেও এই একই প্রাণীকে দেখা গিয়েছিল আন্দুলবেড়িয়া এলাকায়। তখনও মানুষজন আতঙ্কে ছিলেন, ভেবেছিলেন এলাকায় বাঘ এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেও এই একই প্রাণীকে দেখা গিয়েছিল আন্দুলবেড়িয়া এলাকায়। তখনও মানুষজন আতঙ্কে ছিলেন, ভেবেছিলেন এলাকায় বাঘ এসেছে।
advertisement
5/6
সেই সময় এসডিও সদর শুভঙ্কর রায় জানান,
সেই সময় এসডিও সদর শুভঙ্কর রায় জানান, "এটি আসলে বাঘ নয়, এর নাম ফিসিং ক্যাট বা বাঘরোল। এরা মানুষকে আক্রমণ করে না। পুকুরের ধারে, জঙ্গলঘেরা এলাকায় এদের বসবাস। এরা মূলত মাছ ও ছোট প্রাণী খেয়ে বাঁচে।"
advertisement
6/6
বনদফতর সূত্রে খবর, ফিসিং ক্যাট বর্তমানে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত এবং রাজ্যে এগুলির সংখ্যা খুবই কম। এদের রক্ষা করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বন দফতর সূত্রে খবর, ফিসিং ক্যাট বর্তমানে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত এবং রাজ্যে এগুলির সংখ্যা খুবই কম। এদের রক্ষা করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
advertisement
advertisement
advertisement