শুক্রবার চতুর্থীর সন্ধ্যায় দর্শকদের জন্য খুলে দেওয়া হয় এই মণ্ডপসজ্জা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা।
advertisement
পুজো কমিটির অন্যতম কর্মকর্তা মুর্শিদাবাদের কান্দি বিধায়ক জানিয়েছেন, “আমরা ছোটতে খেলা করার সময় এই ক্লাবের সূচনা করি। পরে প্রতি বছর দুর্গাপুজোতে আমরা ব্রতি হয়। ধীরে ধীরে এই পুজো বিস্তার লাভ করেছে। এবছর ৪৪তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। আস্ত দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলেই মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “ক্লাবের অন্যতম ক্লাব সদস্য তরুণ ব্যানার্জি তার হাতের কাজে মণ্ডপসজ্জা ফুটে উঠেছে আস্ত দক্ষিণেশ্বর কালী মন্দির। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর পাঁচটি দিন দর্শকদের উপচে পড়বে এই পুজো মণ্ডপে বলেই আশাবাদী আমরা। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড সহকারে রয়েছে ফোয়ারা। যা দর্শকদের আকর্ষণ করে তুলেছে।”