TRENDING:

Durga Puja 2025: ২০ বিঘা জমিতে হুবহু দক্ষিণেশ্বর মন্দির! এবার পুজোয় মুর্শিদাবাদে মেগা হিট ৫০ লক্ষ টাকা বাজেটের 'এই' পুজো, না দেখলে পস্তাতে হবে

Last Updated:

আস্ত দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হল মুর্শিদাবাদের অরবিন্দ স্পোর্টিং ক্লাবে। জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম কান্দি শহরের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কান্দি, কৌশিক অধিকারী: আস্ত দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হল মুর্শিদাবাদের অরবিন্দ স্পোর্টিং ক্লাবে। জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম কান্দি শহরের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। এবছর ৪৪তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর থিমের চমক দিয়ে থাকেন এই পুজো কমিটি। ক্লাবের সামনে এবছর ২০ বিঘা মাঠের উপর দক্ষিণশ্বর মন্দিরের আদলে দু’টি নাট মন্দির থেকে ১২টি শিব মন্দির এবং মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর বাজেট প্রায় ৫০ লক্ষ টাকা। এছাড়াও আছে চন্দননগরের আলোকসজ্জা।
advertisement

শুক্রবার চতুর্থীর সন্ধ্যায় দর্শকদের জন্য খুলে দেওয়া হয় এই মণ্ডপসজ্জা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা।

আরও পড়ুন: দাদা চলে ডালে ডালে, তো বোন পাতায় পাতায়! তিরন্দাজিতে আলিপুরদুয়ারের ভাই-বোনের সাফল্যে বাকরুদ্ধ বাবা-মা, জানলে গর্বে বুক ভরে যাবে আপনারও

advertisement

View More

পুজো কমিটির অন্যতম কর্মকর্তা মুর্শিদাবাদের কান্দি বিধায়ক জানিয়েছেন, “আমরা ছোটতে খেলা করার সময় এই ক্লাবের সূচনা করি। পরে প্রতি বছর দুর্গাপুজোতে আমরা ব্রতি হয়। ধীরে ধীরে এই পুজো বিস্তার লাভ করেছে। এবছর ৪৪তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। আস্ত দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলেই মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

তিনি আরও জানান, “ক্লাবের অন্যতম ক্লাব সদস্য তরুণ ব্যানার্জি তার হাতের কাজে মণ্ডপসজ্জা ফুটে উঠেছে আস্ত দক্ষিণেশ্বর কালী মন্দির। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর পাঁচটি দিন দর্শকদের উপচে পড়বে এই পুজো মণ্ডপে বলেই আশাবাদী আমরা। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড সহকারে রয়েছে ফোয়ারা। যা দর্শকদের আকর্ষণ করে তুলেছে।”

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ২০ বিঘা জমিতে হুবহু দক্ষিণেশ্বর মন্দির! এবার পুজোয় মুর্শিদাবাদে মেগা হিট ৫০ লক্ষ টাকা বাজেটের 'এই' পুজো, না দেখলে পস্তাতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল