দাদা চলে ডালে ডালে, তো বোন পাতায় পাতায়! তিরন্দাজিতে আলিপুরদুয়ারের ভাই-বোনের সাফল্যে বাকরুদ্ধ বাবা-মা, জানলে গর্বে বুক ভরে যাবে আপনারও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
তিরন্দাজিতে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরল অরূপ ও অবন্তিকা। ছেলে, মেয়ের সাফল্য দেখে বাকরুদ্ধ তাঁদের বাবা ও মা। পাড়ার সকলে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে এই দুই ভাই, বোনকে।
advertisement
advertisement
অরূপ আগে ফালাকাটার রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলে পড়ত। পঞ্চম শ্রেণী থেকেই তিরন্দাজির প্রতি তার ঝোঁক। প্রথমে ছিল প্রশিক্ষণের অভাব। পরবর্তীতে স্কুল প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করতে করতে ঝাড়গ্রামে এক ব্যক্তির নজরে আসে সে। বছর দুয়েক আগে তিরন্দাজিতে কোচিং নিতে সে ঝাড়গ্রামে যায়। তাই সেখানকার স্কুলে এখন পড়ে সে।
advertisement
advertisement