TRENDING:

দু'কোটি টাকা বাকি থাকা কর আদায়, নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু পুরসভার 

Last Updated:

অবশেষে পুরসভা সূত্রে জানা যায় কর আদায় নোটিশ প্রক্রিয়া শুরু হয়েছে। আর তাতেই আশার আলো দেখছে পৌরবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: অবশেষে প্রায় দু’ কোটি টাকার বকেয়া কর আদায়ে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করল পুরসভা। আর তাতে কিছুটা স্বস্তি ফিরেছে বাসিন্দাদের। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পুরসভার সংগৃহীত কর বকেয়া প্রায় দু’ কোটি টাকা। আর তাতে শোরগোল পড়েছে তমলুক শহর জুড়ে। এত পরিমাণ করের টাকা বাকি থাকায় শহরের উন্নয়ন প্রশ্ন চিহ্নের মুখে। অবশেষে পুরসভা সূত্রে জানা যায় কর আদায় নোটিশ প্রক্রিয়া শুরু হয়েছে। আর তাতেই আশার আলো দেখছে পৌরবাসী।
advertisement

২০টি ওয়ার্ড নিয়ে গঠিত তাম্রলিপ্ত পুরসভা। এলাকায় একাধিক নার্সিংহোম, ব্যাঙ্ক ও বাণিজ্যিক অফিস রয়েছে। অভিযোগ, ২০১৯ সাল থেকে এদের মধ্যে অনেকেই ট্যাক্স পরিশোধ করেনি। এমনকি পুরসভার এক কাউন্সিলরও তার নার্সিংহোমের বকেয়া কর দীর্ঘদিন ধরে দেননি। এই বিষয়টি সামনে আনেন কাউন্সিলর তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি পার্থসারথি মাইতি। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ সময়মত ট্যাক্স দিলেও প্রভাবশালীরা তা বকেয়া রেখেছেন।

advertisement

অবশেষে বকেয়া আদায়ে সক্রিয় হয়েছে তাম্রলিপ্ত পুরসভা। এ প্রসঙ্গে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় জানান, ‘চারটি নার্সিংহোমকে ইতিমধ্যেই নোটিশ পাঠান হয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক, অফিস ও অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানকেও নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী দিনের ট্যাক্স বাকি রাখা প্রতিটি প্রতিষ্ঠানে নোটিশ পাঠান হবে। সময়ের মধ্যে ট্যাক্স না মেটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

advertisement

আরও পড়ুন: রাস্তায় মেয়ের ছবি তুলছিলেন বাবা, অজান্তেই মোবাইল ক্যামেরায় বন্দি খুনি দেশরাজ! কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়

সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি বিভিন্ন নার্সিং হোমের হোল্ডিং ট্যাক্স বাকি রয়েছে। দীর্ঘদিন ধরে তমলুক পৌরসভার রাজস্ব বাকি প্রায় দুই কোটি টাকা। বিষয়টি প্রথম নজরে আনেন তমলুক পুরসভার এক কাউন্সিলর। অবশেষে ট্যাক্স আদায়ের আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তি মিলল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'কোটি টাকা বাকি থাকা কর আদায়, নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু পুরসভার 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল