একসময় শান্তশিষ্ট হিসেবে প্রবাহিত হয় কংসাবতী বা কাঁসাই নদী। তবে চলতি মরশুমে নাগাড়ে বৃষ্টির কারণে এবং জলাধার থেকে জল ছাড়ার কারণে ফুলেফেঁপে উঠেছে কংসাবতী। আর তাতে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি। মাথায় হাত কৃষকদের। ইতিমধ্যেই, নদীর পাড়ে থাকা ফলের বাগানের গাছ কেটে সরিয়ে ফেলছেন সাধারণ মানুষ। ঘটনাটি মেদিনীপুর সদরের মনিদহ এলাকায়। ভেঙে চলেছে নদীর একটি পাড়। স্বাভাবিকভাবে চরম উৎকণ্ঠায় দিন কাটছে সকলের।
advertisement
স্থানীয়রা জানাচ্ছেন, গত ১০ দিন ধরেই নদী ভর্তি ছিল। শনিবার থেকে জলস্তর বৃদ্ধি পায়। সোমবারও মুকুটমনি জলাধার থেকে জল ছাড়া হয়েছে। এরপরই নদীর তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি। প্রতিদিনই নদীর পাড় ভেঙেই চলেছে। নদীর পাড়েই বিভিন্ন ফসলের জমি চলে যাচ্ছে নদীগর্ভে। অনেককে দেখা গিয়েছে, কখনও থেকে ফসল সরিয়ে নিতে, আবার নদীর পাড়ে থাকা ফলের বাগান থেকে গাছ কেটে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন। তাদের দাবি, নদীতে চলে যাচ্ছে সমস্ত কিছু। কিছু গাছ আছে ঘরে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কেটে নিতে হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সদর ব্লকের মনিদহ, ফরিদচক সহ বিভিন্ন এলাকায় এইভাবে নদীর পাড় ভাঙার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ইতিমধ্যে বেশ কয়েক বিঘা কৃষি জমি নদীর জলে চলে গিয়েছে। পাকাপোক্তভাবে নদীর পাড় বাঁধানো না হলে আগামী দিনে ঘরবাড়ির কাছাকাছি চলে আসবে কংসাবতী নদী। কৃষি জমি তলিয়ে যাওয়ায় আগামী দিনে সংসার চালাবেন কীভাবে চিন্তা কৃষকদের।
রঞ্জন চন্দ