পুলিশ জানায়, মৃত যুবকের নাম মনোজিৎ মাহাতো, বয়স ২১ বছর। বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা যায়, মনোজিৎ তাঁর মামাবাড়ি রাইপুরের হলুদকানালীতে এসেছিলেন। সেখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি মুকুটমণিপুর বেড়াতে যান। অভিযোগ, জলাধারের পাড়ের রাস্তা ধরে বাইক নিয়ে দ্রুত গতিতে স্টান্ট করছিলেন তিনি। আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের গার্ডওয়ালে।
advertisement
আরও পড়ুন : একই দিনে দুই যুবকের করুণ পরিণতি, বেপরোয়া গতিতে গাড়ি ছুটিয়ে গেল প্রাণ! গুরুতর আরও এক
ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় যুবকের শরীর। মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে তার। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দেহ পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবার সূত্রে জানা গেছে, মনোজিৎ রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন। এই ঘটনা নিশ্চিত করেছে যে বেপরোয়া ভাবে গাড়ি চালালে কী পরিণতি হতে পারে! মুকুটমণিপুরের জলাধারের ধারে চওড়া বড় রাস্তা বারবার ব্যবহার হতে দেখা যায় বাইকারদের স্টান্ট করার জন্য। সঠিক সুরক্ষা বজায় রেখে হেলমেট না পরে এবং অত্যন্ত গতিতে এইসব করলে নেমে আসতে পারে মৃত্যু। তাই সকলের উচিত সাবধান হওয়া।






