বৃহস্পতিবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় জেলায়। এই বৃষ্টিতে ওই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের দেওয়ালে দেখা যায় ফাটল। শুক্রবার সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে গোয়াল ঘরের মাটির দেওয়াল পড়ে যায় তাঁর উপর। দেওয়াল চাপা পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মঞ্জুড়া মাহাতোর।
advertisement
আরও পড়ুনঃ ঘুচবে উপার্জনের চিন্তা! পরিযায়ী শ্রমিকদের এবার দেওয়া হল…! খুশি সকলে
এই বিষয়ে আত্মীয় ভদ্রলোচন মাহাতো বলেন, তাঁর কাকা গোয়াল থেকে গরু বের করছিলেন। সেই সময় মাটির দেওয়াল চাপা পড়েন। কোনও রকমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা তাঁর কাকাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তাঁরা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত বছরগুলির তুলনায় এই বছর সর্বত্র বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। পুরুলিয়া জেলায় ব্যাপকহারে বৃষ্টি হতে দেখা গিয়েছে। এর ফলে মাটির বাড়িগুলিতে মাঝেমধ্যেই ধস নামতে দেখা যাচ্ছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। মানবাজারেও মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক পরিণতি হল বৃদ্ধের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।