এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা শওকত আলী আনসারী বলেন, এদিন সকালে আজাদ আনসারী নিজের মাটির বাড়ি মেরামতের কাজ করছিলেন। হঠাৎই বাড়ির একদিকের দেওয়াল ভেঙে পড়ে তার উপরে। তাতে চাপা পড়ে যান তিনি। তৎক্ষণাৎ পরিবারের অন্যান্য সদস্যরা এবং প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি উদ্ধার করা হয় তাকে।
advertisement
এরপর আজাদকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত আজাদ আনসারীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। সরকারিভাবে সমস্ত সহযোগিতার ব্যবস্থা করার কথাও জানানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাড়া থানার পুলিশ মৃত আজাদ আনসারীর দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।