ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে অরুণ সেনাপতির ৩০ বছরের দোতলা মাটির বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটি পুরনো হওয়ায় বিশেষ কেউ প্রবেশ করতেন না। তবে ভেতরে বেশ কিছু সরঞ্জাম ছিল।
আরও পড়ুনঃ বর্ধমানেশ্বরের কাছে মানত! বাঁকে করে একরত্তি মেয়েকে নিয়ে মোটা শিবতলায় এলেন বাবা
advertisement
গতকাল হঠাৎ বিকট শব্দে এই বাড়িটি ভেঙে পড়ে। তার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছুটে এসে দেখেন বাড়ি ভেঙে পড়েছে। বাড়িতে কেউ থাকতেন না বলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ভেতরে কেউ থাকলে বড় বিপদ ঘটে যেত বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
কিছুদিন আগে ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের লেদাশাল গ্রামেও একটি দোতলা মাটির বাড়ি ভেঙে পড়েছিল। লাগাতার বৃষ্টিতে এলাকায় জল জমার কারণে মাটি নরম হয়ে গিয়েছিল। যার জেরে ধসে পড়ে ওই বাড়ি। তবে সেই সময়ও বাড়ির ভেতরে কেউ না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।