TRENDING:

হঠাৎ বিকট শব্দ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি! আতঙ্ক এলাকায়

Last Updated:

বাড়ি ভেঙে পড়ার বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ ফের ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ডেবরা। বাড়িটি পুরনো হওয়ায় সেভাবে কেউ প্রবেশ করতেন না। ফলে বড় কোনও অঘটন ঘটেনি। তবে বাড়ি ভেঙে পড়ার বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।
ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি
ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি
advertisement

ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে অরুণ সেনাপতির ৩০ বছরের দোতলা মাটির বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটি পুরনো হওয়ায় বিশেষ কেউ প্রবেশ করতেন না। তবে ভেতরে বেশ কিছু সরঞ্জাম ছিল।

আরও পড়ুনঃ বর্ধমানেশ্বরের কাছে মানত! বাঁকে করে একরত্তি মেয়েকে নিয়ে মোটা শিবতলায় এলেন বাবা

advertisement

গতকাল হঠাৎ বিকট শব্দে এই বাড়িটি ভেঙে পড়ে। তার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছুটে এসে দেখেন বাড়ি ভেঙে পড়েছে। বাড়িতে কেউ থাকতেন না বলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ভেতরে কেউ থাকলে বড় বিপদ ঘটে যেত বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

কিছুদিন আগে ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের লেদাশাল গ্রামেও একটি দোতলা মাটির বাড়ি ভেঙে পড়েছিল। লাগাতার বৃষ্টিতে এলাকায় জল জমার কারণে মাটি নরম হয়ে গিয়েছিল। যার জেরে ধসে পড়ে ওই বাড়ি। তবে সেই সময়ও বাড়ির ভেতরে কেউ না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হঠাৎ বিকট শব্দ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি! আতঙ্ক এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল