বর্ধমানেশ্বরের কাছে মানত! বাঁকে করে একরত্তি মেয়েকে নিয়ে মোটা শিবতলায় এলেন বাবা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
দূরদূরান্ত থেকে ভক্তরা বাঁকে করে জল নিয়ে আসেন বর্ধমানের আলমগঞ্জ এলাকায় অবস্থিত বর্ধমানেশ্বর বা মোটা শিবতলায়
বর্ধমান, সায়নী সরকারঃ ২৫ শ্রাবণ বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস উপলক্ষে বর্ধমানেশ্বর মন্দির প্রাঙ্গণে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। দূরদূরান্ত থেকে ভক্তরা বাঁকে করে জল নিয়ে আসেন বর্ধমানের আলমগঞ্জ এলাকায় অবস্থিত বর্ধমানেশ্বর বা মোটা শিব তলায়। সেখানেই দেখা গেল বাঁকে চড়ে বর্ধমানেশ্বরের জলাভিষেক যাত্রায় সামিল হয়েছে এক শিশু কন্যা। বাঁকের একদিকে জল অন্যদিকে একরত্তি মেয়েকে বসিয়ে কাটোয়া থেকে জল নিয়ে বর্ধমানেশ্বরে ঢালতে এসেছেন সহদেব শর্মা নামের এক ব্যক্তি।
একদিকে শ্রাবণ মাসের শেষ সোমবার, অন্যদিকে বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস। রাজ্যের অন্যতম বিখ্যাত শিব মন্দির এটি। বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস উপলক্ষে জল ঢালতে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে আসেন। বিশাল আকারের কারণে এই শিব ‘মোটা শিব’ বা ‘বুড়ো শিব’ নামেও পরিচিত।
আরও পড়ুনঃ বকুলতলায় গেলেই দূর হয় সমস্যা! রোজ লেগে থাকে ভিড়, হচ্ছেটা কী মালদহে?
১৯৭২ সালে এলাকায় পুকুর খোঁড়ার জন্য মাটি কাটার কাজ চলছিল। সেই সময় হঠাৎ পাথরের গায়ে গাঁইতির আঘাত লাগে। কৌতূহল বাড়ে শ্রমিকদের মধ্যে। ধীরে ধীরে খোঁড়া হয়। বার হয়ে আসে গৌরীপট্ট সহ এই বিশাল আকারের শিবলিঙ্গ। উচ্চতা প্রায় ছ’ফুট, ওজন ১৩ টনেরও বেশি। ক্রেনে করে তুলে সেই শিবলিঙ্গ স্থাপন করা হয়।
advertisement
advertisement
কাটোয়ায় গঙ্গার ঘাটে স্নান করে বাঁকে করে গঙ্গাজল নিয়ে আনুমানিক ৬০ কিলোমিটারেরও বেশি পথ পায়ে হেঁটে পুণ্যার্থীরা পৌঁছান বর্ধমানের আলমগঞ্জের মোটা শিব অর্থাৎ বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালতে। এরই মাঝে দেখা গেল এক ব্যক্তি তার বাঁকের একদিকে গঙ্গাজল অন্যদিকে শিশু কন্যাকে বসিয়ে বর্ধমানেশ্বরের দিকে হেঁটে আসছেন। তাঁকে দেখতে রাস্তায় ভিড় জমান অনেকেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব বর্ধমানের পাল্লার বাসিন্দা সহদেব শর্মা কাটোয়া থেকে বাঁকের একদিকে জল অন্যদিকে নিজের শিশু কন্যাকে বসিয়ে পায়ে হেঁটে বর্ধমানেশ্বরে জল ঢালতে আসেন। তিনি জানান, বর্ধমানেশ্বরের কাছে তাঁর মানসিক ছিল তিনি মেয়েকে বাঁকে করে নিয়ে আসবেন। তাই সেভাবেই মেয়েকে নিয়ে মোটা শিবতলায় যাচ্ছেন তিনি। শিশুকন্যাকে বাঁকে চাপিয়ে পিতার এই জলযাত্রার দৃশ্য অনেক ভক্তকে মুগ্ধ করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 4:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানেশ্বরের কাছে মানত! বাঁকে করে একরত্তি মেয়েকে নিয়ে মোটা শিবতলায় এলেন বাবা