বকুলতলায় গেলেই দূর হয় সমস্যা! রোজ লেগে থাকে ভিড়, হচ্ছেটা কী মালদহে?

Last Updated:

রোজ প্রায় ১০০ থেকে ১৫০ জন ওয়ার্ডবাসী বিভিন্ন সমস্যা নিয়ে ভিড় জমান এই গাছতলায়

+
কাউন্সিলরের

কাউন্সিলরের অভিনব উদ্যোগ

মালদহ, জিএম মোমিনঃ গাছতলাই যেন পৌরসভা দফতর! তবে দুয়ারে সরকার বা অন্য কোনও শিবির নয়, মালদহের ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে সারা বছর এক বকুল গাছের তলায় বিভিন্ন ধরণের পরিষেবা দেওয়া হয়। সেই ছবি নজর কেড়েছে সকলের।
শুধুই পৌর পরিষেবা নয়, পথচলতি ওয়ার্ডবাসীদের সমস্ত রকম সমস্যা সমাধানের জন্য বকুল গাছের তলায় পরিষেবা দিয়ে চলেছেন পৌরসভার কাউন্সিলর সুজিত কুমার সাহা। কারও রেসিডেন্সিয়াল শংসাপত্র, কারও ত্রিপল, কার‌ও আবার পারিবারিক সমস্যা। বিভিন্ন রকম অসুবিধা নিয়ে এই বকুল গাছের তলায় হাজির হচ্ছেন ওয়ার্ডবাসীরা। ওয়ার্ডবাসীদের সমস্যা শুনে দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা করছেন কাউন্সিলর।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ! বসিরহাটের ‘এই’ গ্রামের করুণ পরিস্থিতি জানলে চোখে জল আসবে
এই বিষয়ে সুজিতবাবু জানান, জনপ্রতিনিধি হ‌ওয়ার পর থেকেই কোনও পার্টি অফিস করেননি। ওয়ার্ডের সমস্ত জনসাধারণকে নিরপেক্ষভাবে পরিষেবা দিতে এই গাছতলা বেছে নিয়েছেন। রাজনৈতিক কারণে ওয়ার্ডবাসীদের পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হতে দেওয়ার জন্যই এমন উদ্যোগ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রোজ প্রায় ১০০-১৫০ জন ওয়ার্ডবাসী বিভিন্ন সমস্যা নিয়ে এই গাছতলায় আসেন। তাঁদের সমস্যা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়। আজ‌ও যেখানে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে সরকারের বহু পরিষেবা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ, সেখানে মালদহের ইংরেজবাজার পৌরসভার এই কাউন্সিলরের এমন উদ্যোগ আদায় করে নিয়েছে প্রশংসা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বকুলতলায় গেলেই দূর হয় সমস্যা! রোজ লেগে থাকে ভিড়, হচ্ছেটা কী মালদহে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement