সূত্রের খবর, রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলির মধ্যে নাকি অন্যতম শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন৷ শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘শান্তিপুর ধাম’ স্টেশন করার আর্জি নাকি জানিয়েছেন সাংসদ৷
advertisement
বিজেপির দাবি, শান্তিপুরের সঙ্গে ‘ধাম’ কথা জুড়ে দিলে নাকি পর্যটন ক্ষেত্রে শান্তিপুরের গুরুত্ব বাড়বে৷ সাংসদ জগন্নাথ সরকার জানান, স্মারকলিপির মাধ্যমে লিখিতভাবে নানা দাবি তিনি পেশ করেছেন৷ রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলির অন্যতম হল হকারদের জন্য স্টেশন প্রাঙ্গণে স্থায়ী ও সুশৃঙ্খল হকার্স কর্নার নির্মাণ করা, শান্তিপুর-নবদ্বীপ ঘাট রেল পরিষেবা দ্রুত চালু করা, রানাঘাট রেল হাসপাতালমুখী লোকাল ট্রেন পরিষেবা চালু করা, রানাঘাট-বনগাঁ ডবল রেলপথের নির্মাণ কাজ সম্পূর্ণ করা, শান্তিপুর স্টেশনের নাম বদল করে ‘শান্তিপুর ধাম’ করা প্রভৃতি৷
রেলমন্ত্রীর দাবি, মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার৷ এই বিষয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অবশ্য কিছুটা ব্যঙ্গাত্মক ভাবে হলেও শুভনন্দন জানিয়েছেন।
Mainak Debnath