TRENDING:

Hooghly News: খানাকুলের সেতু সমস্যা নিয়ে সংসদে সরব অপরূপা

Last Updated:

খানাকুলের যোগাযোগ ব্যবস্থার সমস্যা সমাধানের দাবিতে বহু আন্দোলন হয়েছে। কিন্তু সুরাহা এখনও অধরা। এবার বিষয়টি নিয়ে সরব হয়ে সংসদে অপরূপা পোদ্দার কংক্রিটের সেতু তৈরির দাবি জানান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: খানাকুলের নদী যোগাযোগ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন সমস্যা আছে। বহু এলাকায় এখনও নদী পারাপারের জন্য বাঁশের সাঁকো ও কাঠের পোল‌ই সম্বল এলাকার বাসিন্দাদের। ফলে বর্ষাকালে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। হুগলি ও মেদিনীপুর এই দুই জেলায় বহু মানুষ যাতায়াত করতে চরম সমস্যার মুখে পড়েন। রূপনারায়ণ নদীর জল ফুলে ফেঁপে ওঠা মাত্রই একাধিক জায়গায় অস্থায়ী কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরই প্রতিকার চেয়ে এবার লোকসভার সরব হলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।
বাঁশের ব্রিজ  
বাঁশের ব্রিজ  
advertisement

আরও পড়ুন: ব্যবসায়ীদের ধর্মঘটে টান পড়ছে সবজি থেকে মাছ-মাংসে

হুগলির খানাকুলের যোগাযোগ ব্যবস্থার সমস্যা সমাধানের দাবিতে বহু আন্দোলন হয়েছে। কিন্তু সুরাহা এখনও অধরা। এবার বিষয়টি নিয়ে সরব হয়ে সংসদে অপরূপা পোদ্দার কংক্রিটের সেতু তৈরির দাবি জানান।

উল্লেখ্য, নতিপুর, গণেশপুর, মারোখানা সহ বিভিন্ন গ্রামে নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে সেতুগুলি ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামগুলি, পড়ুয়াদের পড়াশোনা থেকে শুরু করে বাজারহাট করা, কর্মস্থলে যাওয়া সব কিছু বন্ধ হয়ে যায়। কিন্তু কংক্রিটের সেতু তৈরি হলে এই সমস্যার সমাধান হবে বলে স্থানীয়দের দাবি।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার জানান, বেশ কয়েকটি এলাকায় সেতু না থাকার কারণে দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। বিষয়টি নিয়ে বারবার সংসদে সরব হয়েছি। তাই যাতে সাধারণ মানুষের সুবিধার্থে কংক্রিটের ব্রিজ তৈরি করা হয় সেই জন্যই এই তৎপরতা।

সেরা ভিডিও

আরও দেখুন
শিশুদের করুণ অবস্থা! হাজার আলোর ভিড়ে সমাজের 'অন্ধকার' দেখবেন এই মণ্ডপে
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: খানাকুলের সেতু সমস্যা নিয়ে সংসদে সরব অপরূপা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল