Dakshin Dinajpur News: ব্যবসায়ীদের ধর্মঘটে টান পড়ছে সবজি থেকে মাছ-মাংসে

Last Updated:

বালুরঘাট ব্যবসায়ী সমিতি ৬ ডিসেম্বরর থেকে ধর্মঘট শুরু করেছে। এর ফলে সমস্যায় পড়েছে শহরের সাধারণ মানুষ। কাঁচা সবজি, মাছ-মাংসের যোগানে টান দেখা যাচ্ছে

+
title=

দক্ষিণ দিনাজপুর: ব্যবসায়ীদের ধর্মঘট শুরু হতেই কাঁচা আনাজ থেকে মাছ-মাংসে টান পড়তে শুরু করেছে। অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ডাক দিয়ে আন্দোলনে নেমেছে বালুরঘাটের ব্যবসায়ীরা। শুধু বালুরঘাট শহর নয়, আশেপাশের এলাকাতেও বাজার বন্ধের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। শহর জুড়ে মাইকিং করে ধর্মঘটের কথা প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, করোনা কালে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করার জন্য তহবাজার থেকে আলাদা হয়েছিল কৃষক বাজার। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই খুচরো ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা ফের তহবাজারে ফিরে যান। কিন্তু কৃষক বা পাইকাররা ওই রাস্তা থেকে উঠে আর ফেরত যাননি তহবাজারে। বরং প্রতিদিন সকালে প্রায় দু’ঘণ্টার জন্য রাস্তার উপর বাজার বসে। এই অস্থায়ী বাজারে কৃষক বা পাইকারদের সংখ্যা ক্রমশ‌ই বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতেই গত সেপ্টেম্বরে হওয়া বৈঠকে খুচরো ব্যবসায়ীরা লক্ষ্মীপুজো পর্যন্ত ওই কৃষকদের মূল বাজারে ফিরে আসার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এরপরেও কৃষকরা তহবাজারে না ফিরে আসায় বালুরঘাট ব্যবসায়ী সমিতি ৬ ডিসেম্বরর থেকে ধর্মঘট শুরু করেছে। এর ফলে সমস্যায় পড়েছে শহরের সাধারণ মানুষ। কাঁচা সবজি, মাছ-মাংসের যোগানে টান দেখা যাচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এই ধর্মঘটে যোগ দিয়েছে বালুরঘাট শহর ও আশপাশ এলাকার প্রায় ১৫ টি বাজারের সবজি ব্যবসায়ীরাও। পাশাপাশি মাছ, মাংস এমনকি স্টেশনারি দোকান সহ সব প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অবিলম্বে ওই কৃষক ও পাইকারদের তহবাজারে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন সকলে। এখন প্রশাসন কী পদক্ষেপ করে সেই দিকেই তাকিয়ে সবাই।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: ব্যবসায়ীদের ধর্মঘটে টান পড়ছে সবজি থেকে মাছ-মাংসে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement