দক্ষিণ ২৪ পরগনার এই খেয়াঘাট বন্ধ থাকায় মানুষ নদী পার করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ে। বর্ষায় যখন নদীতে জল বাড়ে, জলস্ফীতি দেখা দেয় নদীতে। তখন দেখা যায়, প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে মৌসুনি দ্বীপের পাঁচু গোপালের খেয়া ঘাটের ফেরি পরিষেবা।
advertisement
সেই কারণে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। যার জন্য প্রায় আধ ঘন্টা ঘুরপথে গিয়ে অন্য খেয়াঘাট থেকে নদী পারাপার করতে হচ্ছিল। চিনাই নদী পারাপারের জন্য এই পঞ্চায়েত এলাকায় মোট ছয়টি খেয়াঘাট রয়েছে। তার মধ্যে একটি খেয়াঘাট বন্ধ ছিল। তাতে দুর্ভোগ বাড়ে। প্রশাসনের হস্তক্ষেপে এই পরিষেবা চালু হয়েছে। বর্তমানে সব মানুষ স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছে যেতে পারছেন। ফলে খুশি সকলেই। আগের মত এখানে এখন সব পরিষেবা মিলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য মৌসুনি দ্বীপ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই দ্বীপে অনেক মানুষজন আসেন। তবে এই খেয়াঘাটটি স্থানীয় বাসিন্দারা বেশি ব্যবহার করতেন। এখন সেখানে সমস্ত সমস্যা মিটেছে।
নবাব মল্লিক