TRENDING:

South 24 Parganas News: শিক্ষক সঙ্কট! পড়াশোনা বন্ধের জোগাড় মৌসুনি কো-অপারেটিভ স্কুলে

Last Updated:

শিক্ষক সংকটে পড়াশোনা বন্ধের জোগাড় মৌসুনি কো-অপারেটিভ স্কলে। প্রত্যন্ত এলাকার এই স্কুলে ছাত্র সংখ্যার অনুপাতে এমনিতেই শিক্ষক কম ছিল। তার উপর সম্প্রতি চাকরি যায় ৪ শিক্ষকের। ফলে সংকট আরও বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শিক্ষক সঙ্কটে পড়াশোনা বন্ধের জোগাড় মৌসুনি কো-অপারেটিভ স্কুলে। প্রত্যন্ত এলাকার এই স্কুলে ছাত্র সংখ্যার অনুপাতে এমনিতেই শিক্ষক কম ছিল। তার উপর সম্প্রতি চাকরি যায় ৪ শিক্ষকের। ফলে সঙ্কট আরও বেড়েছে।
advertisement

সূত্রের খবর এই স্কুলে মোট ১১ জন শিক্ষক ছিলেন। বর্তমান ওই স্কুলে মাত্র ৭ জন স্থায়ী শিক্ষক রয়েছেন। কিন্তু স্কুলে ছাত্র সংখ্যা প্রায় ১৩০০ জন হওয়ার কারণে সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ।  চার থেকে পাঁচটি ক্লাসের পর ছুটি দিয়ে দিতে হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন-নিজের মামার মেয়েকে বিয়ে, ১২ সন্তানের বাবা, ৩ বার হন মুখ্যমন্ত্রী, ৭০ বছরে ফের দ্বিতীয় বিয়ে, কে এই অভিনেতা? পরিচয় জানলে চমকে যাবেন

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব
আরও দেখুন

বর্তমানে স্কুলে বিজ্ঞানবিভাগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। চাপ বেড়েছে নবম-দশম শ্রেণির পড়ুয়াদের উপরেও। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। আগামী দিনে কিভাবে স্কুল চালাবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন স্কুলের পরিচালন কমিটির সদস্যেরা‌। ছাত্র-ছাত্রীদের একাংশের দাবি তাঁরা স্কুলে আসছেন আবার ছুটি হলে চলে যাচ্ছেন‌। আগের মত পড়াশোনা হচ্ছে না। এদিকে এই স্কুলটি অন্য অনেক স্কুলের থেকে আলাদা। প্রত্যন্ত এলাকার এই স্কুল দ্বীপের ছাত্র-ছাত্রীদের কাছে আশা ভরসার জায়গা। ফলে এখানে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়লে অসুবিধা হবে অনেকটাই। সেজন্য এখানে কিছু একটা ব্যবস্থা না করা হলে দ্বীপের ছাত্র-ছাত্রীদের উপর প্রভাব পড়বে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারাও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শিক্ষক সঙ্কট! পড়াশোনা বন্ধের জোগাড় মৌসুনি কো-অপারেটিভ স্কুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল