মোটর সাইকেল চুরি চক্রের ৩ প্রধাণ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আউশগ্রাম থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। উদ্ধার করা চুরি যাওয়া ১২ টি বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রামের ভাল্কি থেকে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনকে গ্রেফতার করা হয়। তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আরও ১১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মোটর সাইকেলগুলি চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয়।
advertisement
আরও পড়ুন: একধাক্কায় দাম বাড়ছে পাউরুটির, নভেম্বর থেকেই! কত টাকায় মিলবে ১০০গ্রাম?
পুজোর আগে থেকেই পূর্ব বর্ধমান জেলার গলসিভাতার মঙ্গলকোট থেকে বর্ধমান সহ বিভিন্ন এলাকা থেকেই মোটর সাইকেল চুরি যাওয়ার অভিযোগ আসছিল পুলিশের কাছে। পুজোর সময় এবং তারপর এই চুরি আরও বেড়ে গিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নতুন কোনও গ্যাং এই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তের পর মনে করছিল পুলিশ।
আরও পড়ুন: ২৫ বছর পরেও মাধুরীর নাচে 'দিল তো পাগল হ্যায়', দেখুন ভিডিও
এই চক্রের সঙ্গে জড়িতদের হদিশ পেতে জেলা জুড়ে বিশেষ তৎপরতা শুরু করেছিল পুলিশ। কাজে লাগানো হয়েছিল বিভিন্ন সোর্সকে। সেই সূত্র মাধ্যমে খবর আসে আউশগ্রামের ভাল্কি এলাকায় চোরাই মোটর সাইকেল মজুত করা হচ্ছে। সেই খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এই চক্রের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করেন তাঁরা। এর পরই তাঁকে জেরা করে আরও দুজনের সন্ধান মেলে।