একধাক্কায় দাম বাড়ছে পাউরুটির, নভেম্বর থেকেই! কত টাকায় মিলবে ১০০গ্রাম?
- Published by:Aryama Das
Last Updated:
Bread Price Hike : পাউরুটি তৈরির উপকরণ অর্থাৎ ময়দা, চিনি, ঘি-এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি
#কলকাতা: আবারও দাম বাড়ছে পাউরুটির। আগামী 20 নভেম্বর থেকে প্রতি ৪০০ গ্রাম পাউরুটিতে ৪ টাকা করে দাম বাড়ানোর কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের সংগঠন। ৪০০ গ্রাম পাউরুটির বর্তমান মূল্য ২৮ টাকা, আগামী ২০ নভেম্বর থেকে এই দাম বেড়ে হবে ৩২ টাকা। একইভাবে ২০০ গ্রাম পাউরুটি বর্তমানে ১৪ টাকায় বিক্রি হয়, ২০ নভেম্বরের পর থেকে তার দাম হবে ১৬ টাকা। এছাড়াও, ১০০ গ্রাম পাউরুটির দাম সাড়ে ৭ টাকা থেকে বেড়ে হবে সাড়ে ৮ টাকা।
পাউরুটি তৈরির উপকরণ অর্থাৎ ময়দা, চিনি, ঘি-এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি এবং পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটি।
advertisement
advertisement
রাজ্যের বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি জানিয়েছেন, "পাউরুটি তৈরি করার কাঁচামালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাউরুটির দাম বাড়াতে বাধ্য হচ্ছি। তবে ২০ শে নভেম্বরের আগে কোন খুচরা বিক্রেতা পাউরুটির দাম বেশি নিতে পারবে না। একইসঙ্গে তাঁর দাবি, দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই পাউরুটির দাম সবথেকে কম।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2022 6:18 PM IST