শীত আসতেই সর্দি-কাশি-ঠান্ডা লেগে যায়? রইল চিকিৎসকের গুরুত্বপূর্ণ টিপস
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
season change cold and cough : কিছু কিছু নিয়ম মেনে চললেই মিটবে সিজন চেঞ্জের সময় এই সর্দি-কাশির সমস্যা। সেই বিষয় কথা বললেন ওটোল্যারিঙ্গোলজিস্ট চিকিৎসক শুভময় কর্মকার
আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল শরীর! সর্দি-কাশিতে জেরবার অবস্থা! দোসর মাথাব্যথা, জ্বর! মাথায় রাখবেন সর্দি-কাশি, জ্বর মানেই করোনা নয়। ঋতু পরিবর্তনের সময় এই উপসর্গগুলো অনেকেরই দেখা দেয়। কাজেই ভয় না পেয়ে, আগেভাগেই কড়া কড়া অ্যান্টিবায়োটিক না খেয়ে সহজ ঘরোয়া উপায়ে মোকাবিলা করুন। কিছু কিছু নিয়ম মেনে চললেই মিটবে সিজন চেঞ্জের সময় এই সর্দি-কাশির সমস্যা। সেই বিষয় কথা বললেন ওটোল্যারিঙ্গোলজিস্ট চিকিৎসক শুভময় কর্মকার
কালীপুজোর পর থেকেই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়েছে বেশ খানিকটা। আবহাওয়া বেশ শুষ্ক হয়েছে। ত্বক শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে। তা হল নাক কান গলার সমস্যা। তবে ভয় পাওয়ার কিছু নেই এতে, সেই সমস্যা থেকেই মুক্তি পাওয়ার সহজ কিছু সমাধার দিলেন চিকিৎসক শুভময় কর্মকার। রইল সেই সুরাহাগুলি
advertisement
এই সময় রোগীরা মূলত কী কী রকম উপসর্গ নিয়ে আসছে আপনার কাছে?
advertisement
ড. শুভময়: ছোট থেকে বড়, এই সিজন চেঞ্জের সময় সকলেরই সর্দি-কাশির সমস্যা হয়ে থাকে। তবে এইসময়টা একটু সাবধানে চলাই ভালো।
advertisement
কী কী পরামর্শ মেনে চলবে সবাই?
ড. শুভময়: কয়েকটা পরামর্শ মেনে চললেই ভালো থাকা যায় এই সময়ে।
১) টেম্পারেচার চেঞ্জ করা ঘন ঘন, এই বিষয়টা অতি অবশ্যই এড়িয়ে চলতে হবে। যেমন এই এখন এয়ারকন্ডিশনড ঘরে রয়েছেন, এর পরবর্তীতেই রোদে বেরিয়ে পড়লেন, এটা করলে চলবে না। বা রোদ থেকে গিয়েই এসি ঘরে ঢুকে পড়া চলবে না।
advertisement
২) সকালে বাইরে গেলে একটু প্রোটেকশন নিয়ে বেরতে হবে। বেশি করে কান-মাথা ঢেকে বেরতে হবে।
৩) এই সময়েই বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। আর ড্রাই ওয়েদার শুরু। তাই বেশি করে জল খেতে হবে।
৪) হাতটা বারবার ভালো করে ধুতে হবে।
৫) তবে ঠান্ডা লাগলে একেবারেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement
ঠান্ডা লাগলেই গলা ব্যথা-সর্দির সঙ্গে আরেকটা বিষয় হয়, কানে খুব ব্যথা হয়, এর থেকে সুরাহা কী করে পাওয়া যাবে?
ড. শুভময়: ঠান্ডা লাগলে কানে ব্যথা একটা সাধারণ বিষয়। বাড়িতে যে ওষুধ রয়েছে তা ব্যবহার না করে তৎপর চিকিৎসকের পরামর্শ করতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2022 3:59 PM IST