TRENDING:

'ছেলে চুরি হয়ে গিয়েছে!' বলতেন মা, আসলে ৬ মাসের শিশুটিকে কী করেছেন তিনি? জানলে কেঁপে উঠবেন

Last Updated:

ছেলে চুরির গল্প সাজিয়েও শেষরক্ষা হল না! নদিয়ায় ছয় মাসের শিশুকে শ্বাসরোধ করে খুন করল মা নিজেই?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, কল্যাণী: সন্তান চুরি হয়েছে বলে এলাকায় হইচই ফেলে দেন এক মা। রাতভর খোঁজাখুঁজি, পুলিশের তদন্ত — কিন্তু শেষ পর্যন্ত যা সামনে এল, তা আরও নির্মম, আরও হৃদয়বিদারক। ছয় মাসের পুত্রসন্তানকে নিজেই শ্বাসরোধ করে খুন করে পাশের বাড়ির নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে ফেলে দেন মা রূপা ঘোষ।
'ছেলে চুরি হয়ে গিয়েছে!' বলতেন মা, আসলে ৬ মাসের শিশুটিকে কী করেছেন তিনি? জানলে কেঁপে উঠবেন  (Representative Image: AI Generated)
'ছেলে চুরি হয়ে গিয়েছে!' বলতেন মা, আসলে ৬ মাসের শিশুটিকে কী করেছেন তিনি? জানলে কেঁপে উঠবেন (Representative Image: AI Generated)
advertisement

ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছা এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রূপা ঘোষ হঠাৎ দাবি করেন যে ঘর থেকে তার সন্তান চুরি হয়ে গিয়েছে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবেশীরা ছুটে আসেন। পুলিশে খবর দেওয়া হয়। শুরু হয় তল্লাশি।

কলকাতা থেকে উড়েছিল বিমান, রাঁচিতে ল্যান্ড করার সময় এ কী হল! যাত্রীদের চিৎকার! বিরাট দুর্ঘটনা ঘটতে চলেছিল আবার?

advertisement

বর্ষায় সাপ-খোপ ঢুকে পড়ছে ঘরে? বাড়ির চারপাশে লাগান এই ৫ গাছ, প্রাকৃতিক ভাবে মিলবে ‘রক্ষা কবচ’!

তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। দীর্ঘক্ষণ জেরা করা হয় রূপাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বয়ানে অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা। সন্দেহ বাড়তে থাকে। অবশেষে টানা চাপের মুখে রূপা ভেঙে পড়ে এবং স্বীকার করে — তিনিই নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন এবং দেহটি পাশের বাড়ির নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছেন।

advertisement

পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত রূপা ঘোষকে গ্রেফতার করা হয়েছে।

নির্মমতার এই ছবিতে স্তব্ধ এলাকা

সগুনা ও তেলিগাছা অঞ্চলে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা এই ঘটনা মেনে নিতে পারছেন না। ছয় মাসের একটি শিশুর এমন মৃত্যু, তাও নিজের মায়ের হাতে — এই খবরে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। অনেকেই অভিযুক্ত মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

advertisement

পুলিশ ঘটনার পেছনের মোটিভ খতিয়ে দেখছে। পারিবারিক কলহ, মানসিক চাপ না কি অন্য কোনও কারণ — সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জিত সরকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'ছেলে চুরি হয়ে গিয়েছে!' বলতেন মা, আসলে ৬ মাসের শিশুটিকে কী করেছেন তিনি? জানলে কেঁপে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল