TRENDING:

Mother Caught: এমন‌ও হয়! নিজের হাতে ব্লেড দিয়ে নাড়ি কেটে সদ্যোজাত সন্তানকে ফেলে পালানোর চেষ্টা মায়ের

Last Updated:

সদ্য জন্ম দেওয়া সন্তানের নাড়ি নিজের হাতে ব্লেড দিয়ে কেটে তাকে সেখানেই ফেলে রেখে পালানোর চেষ্টা মায়ের। যদিও সেই চেষ্টা সফল হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মা: এমন‌ও হয়! সদ্য জন্ম দেওয়া সন্তানের নাড়ি নিজের হাতে ব্লেড দিয়ে কেটে তাকে সেখানেই ফেলে রেখে পালানোর চেষ্টা মায়ের। যদিও সেই চেষ্টা সফল হয়নি। হাসপাতালের পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের হাতে ধরা পড়ে যান। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোল জেলা হাসপাতাল।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

শুক্রবার রাতে আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি ওয়ার্ডে এক মহিলাকে প্রবেশ করতে দেখা যায়। হাসপাতালের পার্কিং লটের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন, ওই মহিলা ইমার্জেন্সি ওয়ার্ডে প্রবেশ করার ঠিক আগে হঠাৎ বসে পড়েন। এই বিষয়ে আসানসোল জেলা হাসপাতালের পার্কিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মী রাজা দাস জানান, প্রথমে ভেবেছিলাম হয়ত প্রকৃতির ডাকে সাড়া দেবেন বলে ওইভাবে বসে পড়েছেন মহিলা। কিন্তু তারপরে আমরা খেয়াল করি তিনি একটি সন্তানের জন্ম দিয়েছেন এবং সঙ্গে আনা ব্লেড দিয়েই সেই সন্তানের নাড়ি কাটছেন। সেটা হয়ে যেতেই সন্তানকে ওখানে ফেলে রেখে উঠে পালানোর চেষ্টা করেন। কিন্তু আমরা ওনাকে ধরে ফেলি।

advertisement

আর‌ও পড়ুন: কোথা দিয়ে বাইক যাচ্ছে বলুন তো? উত্তর দিলে প্রাইজ নেই, তবে হতাশা বাড়বে

পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ওই মহিলা জানান, তিনি আসানসোলের রেল পাড়ের বাসিন্দা। এরপর ওই কর্মীরা মিলে সদ্যোজাত শিশু এবং ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

আর‌ও পড়ুন: তাজা বোমার সঙ্গে জ্বলন্ত ধূপকাঠি বাঁধা! কীভাবে রেহাই মিলল জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার নিখিলচন্দ্র দাস জানান, গতকাল রাতে এক মহিলা বাইরে থেকে এসেছিলেন। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন না। হাসপাতাল চত্বরেই তাঁর প্রসব হয়ে যায়। স্থানীয়দের সাহায্যে পুলিশ ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করেছে। আপাতত তিনি এবং সদ্যজাত শিশু সুস্থ আছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mother Caught: এমন‌ও হয়! নিজের হাতে ব্লেড দিয়ে নাড়ি কেটে সদ্যোজাত সন্তানকে ফেলে পালানোর চেষ্টা মায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল