Bad Road: কোথা দিয়ে বাইক যাচ্ছে বলুন তো? উত্তর দিলে প্রাইজ নেই, তবে হতাশা বাড়বে

Last Updated:

ঢলবাঁধ থেকে হরিসিংপুর যাওয়ার প্রায় তিন কিমি রাস্তার বেহাল অবস্থা। মোরাম রাস্তায় বৃষ্টিতে হাঁটু সমান কাদা ও রাস্তা জুড়ে বড়বড় গর্ত। তাতে জমে আছে জল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় ঢলবাঁধ ইকো টুরিজম পার্কে

+
রাস্তায় 

রাস্তায়  সাইকেল বা হেঁটে যাওয়া ঝুঁকির

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: ইকো টুরিজম পার্ক সহ একাধিক গ্রামে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষাকালে সেই রাস্তায় বড় গাড়ি তো দুরস্ত, সাইকেলে বা হেঁটে যাওয়াও ঝুঁকির। রাস্তা জুড়ে বড় বড় গর্ত। তাতে জমে রয়েছে জল। যেকোন‌ও মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। জরুরি প্রয়োজনে গ্রামে আসতে চায় না কোন‌ও গাড়ি। এদিকে বেহাল রাস্তা মেরামতের দাবি প্রশাসনকে জানিয়েও মোলেনি সুরাহা, অভিযোগ এলাকাবাসীদের।
বর্ষার মরসুমে জেলায় জেলায় বেহাল রাস্তার করুণ ছবি উঠে আসছে। কোথাও বেহাল রাস্তার জেরে রোগী যাতায়াতে খাঠিয়া ব্যবহার করতে হচ্ছে আবার কোথাও ঘটছে দুর্ঘটনা। কোথাও রাস্তা সারাইয়ের দাবিতে পথে নেমে বিভিন্ন পন্থা অনুসরণ করে বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদে নামতে দেখা যাচ্ছে এলাকাবাসী, স্কুল পড়ুয়া সহ ভুক্তভোগীদের। রাস্তার এমনই বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর, চন্দ্রকোনায়।
advertisement
আর‌ও পড়ুন: তাজা বোমার সঙ্গে জ্বলন্ত ধূপকাঠি বাঁধা! কীভাবে রেহাই মিলল জানুন
এখানে খাটিয়ায় রোগী নিয়ে যাওয়ার করুণ দৃশ্য দেখা গিয়েছিল। তেমনই এক গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ঢলবাঁধের রাস্তার হাল এমন‌ই।
advertisement
ঢলবাঁধ থেকে হরিসিংপুর যাওয়ার প্রায় তিন কিমি রাস্তার বেহাল অবস্থা। মোরাম রাস্তায় বৃষ্টিতে হাঁটু সমান কাদা ও রাস্তা জুড়ে বড়বড় গর্ত। তাতে জমে আছে জল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় ঢলবাঁধ ইকো টুরিজম পার্কে। এছাড়াও এই রাস্তা দিয়ে ঢলবাঁধ, বাচকা, হরিসিংপুর, টকাহেদুয়া সহ একাধিক গ্রামের মানুষ চলাচল করেন। এই এলাকায় রয়েছে বেশকিছু আদিবাসী পরিবারের বসবাস। রাস্তার এই অবস্থা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ, রাস্তা সারাইয়ের জন্য প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অবস্থায় বেহাল রাস্তা দ্রুত মেরামত বা নতুন করে রাস্তা তৈরি হোক চাইছেন গ্রামবাসীরা। বেহাল রাস্তার জেরে জরুরি প্রয়োজনে কোনও বড় গাড়ি আসতে চায়না এলাকায়।এই বিষয়ে চন্দ্রকোনা-২ নম্বর পঞ্চায়েত সমিতির বক্তব্য,পথশ্রী সহ সরকারি বিভিন্ন স্কিমে রাস্তা মেরামতির প্রকল্প জমা দেওয়া রয়েছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর মাধ্যমেও চেষ্টা করা হবে ওই স্কিম থেকে যাতে দ্রুত রাস্তা মেরামত বা নতুন করে তৈরি করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bad Road: কোথা দিয়ে বাইক যাচ্ছে বলুন তো? উত্তর দিলে প্রাইজ নেই, তবে হতাশা বাড়বে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement