এ বিষয়ে গ্রামের বাসিন্দারা জানান, এক জায়গা থেকে জল নেওয়ার কারণে এই সংক্রমণ ছড়িয়েছে গোটা গ্রামে। বিশেষ করে গ্ৰামের মধ্যে থাকা দু’টি নলকূপ থেকে জলের মাধ্যমে রোগটি ছড়িয়েছে। এই রোগের প্রাদুর্ভাব জুলাই মাসের শুরু থেকেই দেখা যায়। বর্তমানে আক্রান্তের সংখ্যা শতাধিক। বিশুদ্ধ পানীয় জল, প্রত্যেককে মশারি দেওয়ার ও গ্রামের পুকুরগুলিতে ব্লিচিং পাউডার দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
এ বিষয়ে পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি দুই মহুয়া মাহান্তি বলেন, জলের অভাবের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। একটি মেডিক্যাল টিম গ্রামে মোতায়েন করা হয়েছে। যারা সমস্ত বিষয়ের উপর নজর রেখেছে। এছাড়াও ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের ও প্রসূতি মায়েদের উপর বিশেষ ভাবে নজর রয়েছে তাদের। সমস্ত দিক থেকেই চেষ্টা করা হচ্ছে ডায়রিয়া মুক্ত করার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, স্বাস্থ্য দফতর নিজেদের কাজ খুব ভালভাবে করছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দিক থেকেই সহযোগিতা করা হচ্ছে। এই মুহূর্তে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলরামপুরের রাপকাটা গ্রামে। স্বাস্থ্য দফতর ও প্রশাসনকড়া নজরদারি রেখেছে সমস্ত বিষয়ের উপর।
শর্মিষ্ঠা ব্যানার্জি