৪০-৫০ স্বাধীনতা সংগ্রামী, স্থান পেয়েছেন এক জায়গায়...! বাঁকুড়া গেলে বীর সন্তানদের সম্মান জানাতে একবার অন্তত ঘুরে আসুন এই জায়গা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বাঁকুড়া জেলার রাঙামাটি জন্ম দিয়েছে একাধিক বীর সন্তান। পুরুষ এবং মহিলা স্বাধীনতা সংগ্রামী খচিত বাঁকুড়া জেলা ভুলে যায়নি তাঁদেরকে।
স্বাধীনতা আন্দোলনে বাঁকুড়ার সংগ্রামীদের বিশেষ কৃতিত্ব থাকলেও, আন্দোলনের ক্ষেত্র হিসেবে অন্য জেলার মত এই জেলা ইতিহাসে ততটা স্থান পায়নি। যেখানে আন্দোলনে পাশের জেলা মেদিনীপুর বা মানভূম অগ্নিগর্ভ হয়েছে, সেখানে বাঁকুড়া ততটা উজ্জ্বল নয়। বিশেষ করে সশস্ত্র আন্দোলনে। অহিংস আন্দোলনের প্রভাব বাঁকুড়ায় তুলনামূলকভাবে বেশি ছিল।
advertisement
বাঁকুড়া জেলার রাঙামাটি জন্ম দিয়েছে একাধিক বীর সন্তান। পুরুষ এবং মহিলা স্বাধীনতা সংগ্রামী খচিত বাঁকুড়া জেলা ভুলে যায়নি তাঁদেরকে। যদিও বাঁকুড়ার অধিকাংশ স্বাধীনতা সংগ্রামীদের নাম খুঁজে পাওয়া যাবে না ইতিহাসের পাতায় তবুও বাঁকুড়াবাসীর কাছে তাদের গুরুত্বটা তুলে ধরতে বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরের, গান্ধি বিচার পরিষদে রয়েছে একটি স্বাধীনতা সংগ্রামীদের চিত্র সংগ্রহশালা।
advertisement
এই সংগ্রহশালায় শুধুমাত্র পাওয়া যাবে বাঁকুড়ার স্বাধীনতা সংগ্রামীদের চিত্র, তাঁদের নাম এবং আদি বাসস্থান। অন্যান্য চিত্র সংগ্রহশালাগুলির মতই, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুবই দুর্লভ ছবিগুলি সংগ্রহ করে রাখা রয়েছে এই সংগ্রহশালায়। প্রায় ৪০ থেকে ৫০ জন জেলার স্বাধীনতা সংগ্রামীর ছবি লাগান রয়েছে দেওয়ালে, জায়গার অভাবে অন্যান্য ছবি লাগান সম্ভব হয়নি বলে জানা গেছে।
advertisement
advertisement
advertisement