অনেকেই আছেন যারা চিকেন নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। চিকেন দিয়ে নানা রকম ডিস অথবা স্টার্টার আইটেম তৈরি করতে চান। এই রেস্তোরাঁতেই এমনই এক পন্থা অবলম্বন করেছে। আর রেস্তোরাঁর শুরু থেকেই এখানের সুপারহিট আইটেম মুগ ডাল চিকেন। চিকেনের উপর মুগ ডালের ক্রাঞ্চি কোটিং। ভিতরে জুসি চিকেন। যা মূলত একটি স্টার্টার আইটেম। তাছাড়াও চিকেনের আরও নানান ধরনের নতুন স্টার্টার রয়েছে এখানে। আর সেই স্বাদ বারবার আপনাকে আকর্ষণ করবে, এমনটাই দাবি রেস্তোরাঁ কর্তৃপক্ষের।
advertisement
দুর্গাপুর মুচিপাড়া থেকে যে রাস্তা মলানদীঘির দিকে চলে যাচ্ছে, সেই রাস্তায় একটুখানি গেলেই রয়েছে এই নতুন রেস্তোরাঁটি। এই রেস্তোরার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। তাছাড়াও রেস্তোরাঁ কর্তৃপক্ষ স্থানীয় এলাকায় ফ্রি হোম ডেলিভারি করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, আগামী কয়েক মাসের মধ্যে খাঁটি বাঙালি খাবার পরিবেশন করার ইচ্ছা রয়েছে এই রেস্তোরাঁর। একই সঙ্গে তারা বিশেষ কিছু থালি পরিবেশন করতেও প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুনঃ Virat Kohli: পরিবারে বড়সড় এমার্জেন্সি! দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরছেন বিরাট কোহলি
তবে এই রেস্তোরাঁয় খেতে গেলে আপনাকে পকেট নিয়ে বেশি চিন্তাভাবনা করতে হবে না। ইন্ডিয়ান, চাইনিজ তান্দুর অথবা স্টার্টার, আপনি যা খেতে চান, সব কিছুর দামই রাখা হয়েছে সাধ্যের মধ্যে। সমস্ত মানুষ যাতে এখানে এসে তৃপ্তি করে খেতে পারেন, সমস্ত রকম ডিস সাহস করে হাতে তুলে নিতে পারেন তার জন্যই সাধ্যের মধ্যে দাম রেখেছে রেস্তোরাঁকর্তৃপক্ষ। সবমিলিয়ে যা নতুন বছরের আগেই নতুন উপহার শহরবাসীর জন্য। আর বছর শেষে এই রেস্টুরেন্টের সুপারহিট মুগ ডাল চিকেন।
নয়ন ঘোষ