Virat Kohli: পরিবারে বড়সড় এমার্জেন্সি! দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরছেন বিরাট কোহলি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Return to India From South Africa Due To Family Emergency: কয়েকদিন আগেই টেস্ট সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই ফ্যামিলি এমার্জেন্সির কারণে তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা থেকে দশে ফিরতে হচ্ছে বিরাট কোহলিকে।
বিশ্বকাপ ফাইনালের পর এখনও মাঠে ফেরেননি বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ২২ গজে ফেরার কথা বিরাটের। কয়েকদিন আগেই টেস্ট সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই ফ্যামিলি এমার্জেন্সির কারণে তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা থেকে দশে ফিরতে হচ্ছে বিরাট কোহলিকে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে নামার আগে প্রস্তুতি শুরু করেছিলেন বিরাট কোহলি। কিন্তু খবর পান পারিবারিক কোনও জরুরি কারণে তাঁর পাশে থাকাটা খুব দরকার। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। তবে ঠিক কোন প্রয়োজনে দল ছেড়ে বিরাটকে দেশে ফিরতে হচ্ছে সে বিষয়ে কিছুই এখও জানা যায়নি।
প্রসঙ্গত, ভারতের টেস্ট দল প্রিটোরিয়ায় নিজেদের মধ্যে তিন দিনের ম্যাচ খেলছে। কোহলি ওই ম্যাচ খেলছেন না। কিন্তু টেস্ট শুরুর কয়েকদিন আগেই আবারও দেশে ফেরায় টেস্ট সিরিজে কোহলিকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিসিসিআই সূত্রে এখনও পর্যন্ত খবর, প্রথম টেস্ট শুরুর আগেই ফের দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ KKR Team News: কেন ২৪.৭৫ কোটি টাকা দিয়ে স্টার্ককে কিনেছে কেকেআর? রহস্য ফাঁস করলেন গৌতম গম্ভীর
প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের পর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিরাট কোহলি। লন্ডনে একসঙ্গে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে একসঙ্গে দেখাও গিয়েছে। একইসঙ্গে বিরুষ্কার দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনাও রয়েছে। তাই কী ফ্যামিলি এমার্জেন্সির কারণে দেশে ফিরছেন কোহলি তা নিয়ে উদ্বেগে রয়েছেন ফ্যানেরাও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2023 2:58 PM IST