TRENDING:

গৃহশিক্ষিকার অবসর সময়ে চলে এই কাজ...! বাড়িতে বসেই হাতে আসে মোটা টাকা, ট্রাই করে দেখতে পারেন আপনিও

Last Updated:

মিনি ক্যানভাস থেকে বড় ক্যানভাসে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ধরনের প্রকৃতির ছবি থেকে প্রতিকৃতি। পছন্দমত পোট্রেটও বানিয়ে অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে স্বনির্ভরতার দিশা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পুরানো জমানার উপহার ছেড়ে বর্তমান দিনে চাহিদা বাড়ছে সৌখিন নানা জিনিসের। বিভিন্ন অনুষ্ঠানে কাউকে কোনও সুন্দর ছবি, কিংবা বিভিন্ন হ্যান্ডিক্রাফট উপহার দিতে পছন্দ করছেন সকলে। সুন্দর সুন্দর ছবি থেকে লিপন আর্ট, বা বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট বর্তমান দিনে একটি ট্রেন্ড। বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ উপহার দিতে পছন্দ করেন সকলকে। প্রিয়জনকে হাতে আঁকা কোনও ছবি, নিত্য নতুন সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস দিতে পছন্দ করেন প্রত্যেকে। দিন যত গড়াচ্ছে, বদলাচ্ছে মানুষের চাহিদা। মানুষের চাহিদা মত তাদের পছন্দের একাধিক জিনিস বানিয়ে একদিকে যেমন স্বনির্ভর হচ্ছে তেমনই অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। কলেজ পাশ ছাত্রীর এই গুণ এবং তার ভাবনাচিন্তা অবাক করেছে সকলকে। মাসে মিলছে আয়। অন্যদের দিচ্ছেন শৈল্পিক ভাবনায় স্বনির্ভর হওয়ার বার্তা
advertisement

যুগ বদলেছে, বদলেছে মানুষের রুচি। প্রতিদিন নিত্যনতুন জিনিসের চাহিদা বাড়ছে বাজারে। বর্তমানে প্রিয়জন হোক কিংবা ছোট্ট শিশুদের সকলেই বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জিনিস দিতে পছন্দ করে। তাও যদি হয় হাতে আঁকা কোনও জিনিস, তবে সকলের বেশ পছন্দের তালিকায় থাকে এই উপহারগুলো। এবার গ্রাহকদের চাহিদা মত এই সকল জিনিস বানিয়ে স্বাবলম্বী হচ্ছে এক স্নাতক পাশ যুবতী। অন্যান্য কাজের অবসরে নিজেই বাড়িতে এই সকল জিনিস বানিয়ে বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন। ছোট্ট ক্যানভাস থেকে বড় ছবি, কিংবা সাদা কাগজের উপর নিজের উপর নিজের পোট্রেট, উপহার দিন আপনার প্রিয়জনকে।

advertisement

আরও পড়ুন: একটি গাছেই লুকিয়ে রয়েছে ‘আসানসোল’ নামের রহস্য…! জানেন না অনেকেই, সেই গাছকেই বাঁচাতে উঠেপড়ে লাগল কলেজ

View More

ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলের পছন্দের হবে এই উপহার। এর পাশাপাশি কাঁচ বা অন্যান্য জিনিস দিয়ে তৈরি বিভিন্ন হ্যান্ডিক্র্যাফট। এবার সেই উপহার সামগ্রী বানিয়ে আর্থিক লাভের দিশা দেখাচ্ছে স্নাতক পাশ এই যুবতী। পেশাগত ভাবে বর্তমানে গৃহ শিক্ষকতার কাজ করলেও বাড়িতে অবসরে ক্যানভাসে নানা ছবি ফুটিয়ে তোলেন। এছাড়াও গ্রাহকদের চাহিদা মত কাস্টমাইজ করে দেন নানা ছবি। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের কেদার এলাকার বাসিন্দা স্মৃতিলেখা আচার্য্য।  বর্তমান দিনে কলেজ পাশ করার পর ছবিতেই নিজের আয় রোজগারের উপায় হিসেবে বেছে নিয়েছেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাড়িতে একদম ছোট্ট ক্যানভাস থেকে বড় ক্যানভাসে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ধরনের প্রকৃতির ছবি থেকে প্রতিকৃতি। এছাড়াও পছন্দমত পোট্রেটও বানিয়ে দিচ্ছেন তিনি। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি হচ্ছে সেগুলো। শুধু ক্যানভাসের ছবি আঁকা নয়, মুরাল আর্ট থেকে ক্লে পেইন্টিং সবই নিজের হাতে তৈরি করছে সে। স্বাভাবিকভাবে অবসর সময়ে বিভিন্ন ধরনের ছবি এঁকে, হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এই কলেজ পাশ ছাত্রী। অন্যদের দিচ্ছেন স্বনির্ভরতার দিশা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গৃহশিক্ষিকার অবসর সময়ে চলে এই কাজ...! বাড়িতে বসেই হাতে আসে মোটা টাকা, ট্রাই করে দেখতে পারেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল