TRENDING:

'এটা একটা মন্ত্রীর বাড়ি হতে পারে!' সিবিআই নিয়ে চমক দেওয়া প্রতিক্রিয়া মলয় ঘটকের স্ত্রীর!

Last Updated:

Moloy Ghatak: সিবিআই আধিকারিকদের সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টিও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা দেবী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীর্ঘ সাড়ে আট ঘন্টা জিজ্ঞাসাবাদের পর্ব মেটার পরে কলকাতায় তাঁর বাসস্থান থেকে বেরোলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। বুধবার সকাল আটটা নাগাদ রাজভবন ক্যাম্পাসের মধ্যে যে বাড়িতে মলয় ঘটক থাকেন সেখানে আসেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান বিকেল ৩.৪০ মিনিট নাগাদ। তার ঠিক এক ঘন্টা পরে বিকেল ৪.৪০ নাগাদ রাজভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের বাসভবন থেকে বেরিয়ে যান মলয় ঘটক৷ এদিন গাড়ির সামনের সিটে বসে বেরনোর সময় তার বডি ল্যাঙ্গোয়েজ ছিল পজিটিভ৷ হাসি মুখেই তিনি বেরিয়ে যান৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, "বিচারাধীন বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।" এদিকে তাঁর স্ত্রী সুদেষ্ণা ঘটক ছিলেন আসানসোলের বাড়িতে। সেখানে সিবিআই আধিকারিকদের সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টিও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন সুদেষ্ণা দেবী।
advertisement

বুধবার সকালে প্রথমে আসানসোলে মলয়ের দু’টি বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। একটি বাড়িতে তালাবন্ধ দেখে অন্য একটি বাড়িতে যায় সিবিআই। পাশাপাশি কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতেও যায় সিবিআইয়ের অন্য একটি দল। এদিন কলকাতা, আসানসোল-সহ অন্তত সাতটি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। প্রথমে আসানসোলের আপকার পার্ক এবং জেলিডাঙায় মন্ত্রীর দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চলে। পরে তাঁর পৈতৃক বাড়িতেও হানা দেয় সিবিআই।

advertisement

আরও পড়ুন: টানা সাড়ে ৮ ঘণ্টা সিবিআই-এর মুখোমুখি, বেরিয়ে এসেই চমকে দিলেন মলয় ঘটক!

সিবিআই আধিকারিকরা বেরিয়ে যেতেই সুদেষ্ণা জানান, তদন্তকারীরা তাঁর সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করেছেন। সুদেষ্ণা দেবী বলেন, ‘‘সিবিআই অফিসাররা বলেন, আপনার ব্যবহার ভীষণ ভাল। আমরা যা ভেবেছিলাম, এখানে এসে সব উল্টো দেখলাম। অন্যান্য জায়গায় যা দেখেছি তাতে ভাবতে পারিনি যে, এটা একটা মন্ত্রীর বাড়ি হতে পারে, ভাবতেই পারিনি আমরা!’’

advertisement

আরও পড়ুন: 'সিডিতেই আছে সব প্রমাণ', সিবিআই-এর অকাট্য যুক্তিতেই বিপদে অনুব্রত! ফের সেই জেলেই

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন হানা দেওয়ার পর মলয়ের বাড়ির আলমারি, ঘরের তালা খুলতে চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷ বুধবার সকালেই আসানসোলের আপকার পার্কে মলয় ঘটকের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ আসানসোলে থাকলে এই বাড়িতেই থাকেন মলয় ঘটক৷ কলকাতা থেকে প্রতি সপ্তাহান্তে এই বাড়িতে আসেন মন্ত্রী৷ সেখানেই ছিলেন মলয় ঘটকের স্ত্রী। তাঁর সঙ্গে সিবিআই আধিকারিকদের কথাবার্তায় রীতিমতো অবাক অনেকেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'এটা একটা মন্ত্রীর বাড়ি হতে পারে!' সিবিআই নিয়ে চমক দেওয়া প্রতিক্রিয়া মলয় ঘটকের স্ত্রীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল