'সিডিতেই আছে সব প্রমাণ', সিবিআই-এর অকাট্য যুক্তিতেই বিপদে অনুব্রত! ফের সেই জেলেই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফের জেলেই থাকবেন অনুব্রত। এদিন শুনানিতে সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্র দাবি করেন, এখন যদি অনুব্রত মণ্ডলের জামিন হয়ে যায় তাহলে তদন্ত একদমই রুখে যাবে।
#আসানসোল: ধোপে টিকল না অসুস্থতার যুক্তি। ফের জেল হেফাজতে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আজ, বুধবার ১৪ দিনের জেল হেফাজত শেষে অনুব্রতর মামলা উঠেছিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে। কিন্তু সওয়াল জবাব শেষে ফের বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠান অনুব্রত মণ্ডলকে।
অর্থাৎ আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফের জেলেই থাকবেন অনুব্রত। এদিন শুনানিতে সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্র দাবি করেন, এখন যদি অনুব্রত মণ্ডলের জামিন হয়ে যায় তাহলে তদন্ত একদমই রুখে যাবে। নিজের প্রভাব খাটিয়ে ফের তদন্তে অসুবিধা সৃষ্টি করতে পারেন অনুব্রত। যদিও বীরভূম জেলার আইনজীবী অনুপম আঢ্য এবং আইনজীবী মলয় মুখোপাধ্যায় আসানসোল আদালতে উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
তাঁরা তৃণমূল নেতার জামিনের জন্য সওয়াল করেন। কিন্তু দু’পক্ষের সওয়াল–জবাব শুনে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। এদিন ফের একবার অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করে সিবিআই। আদালতে সিবিআই জানায়, গরুর হাট থেকে গরু পাচার হয়ে যেত বাংলাদেশ সীমান্তে। তার পুরো তথ্য দেওয়া হয়েছে সিডিতে। এমনকী শুল্ক দফতর কোনও পদক্ষেপ করলে স্থানীয়রাই বিভিন্নভাবে বাধা দিতেন। আর এই পুরো কাজটাই হতো অনুব্রতের নির্দেশে।
advertisement
যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবী ফারুক রেজ্জাক পাল্টা বলেন, ‘সায়গল যে টাকা তুলতেন, তাতে আমার মক্কেলের কী দোষ? তিনি কি বলতেন টাকা তুলতে? তার কি কোনও প্রমাণ আছে সিবিআইয়ের কাছে? আমার মক্কেল অসুস্থ। তাই তাঁকে জামিন দেওয়া হোক।’ আর সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্র বলেন, ‘সিডিতে প্রমাণ দেওয়া আছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
September 07, 2022 2:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'সিডিতেই আছে সব প্রমাণ', সিবিআই-এর অকাট্য যুক্তিতেই বিপদে অনুব্রত! ফের সেই জেলেই