টানা সাড়ে ৮ ঘণ্টা সিবিআই-এর মুখোমুখি, বেরিয়ে এসেই চমকে দিলেন মলয় ঘটক!

Last Updated:

Moloy Ghatak: এদিন হানা দেওয়ার পর মলয় ঘটকের বাড়ির আলমারি, ঘরের তালা খুলতে চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷

#কলকাতা: দীর্ঘ সাড়ে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। সিবিআই-এর মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বুধবার মলয়ের ডালহৌসির সরকারি বাসভবনে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেখানেই তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, আসানসোল এবং কলকাতায় মলয়ের আরও পাঁচটি বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বাইরে বেরিয়ে মলয় ঘটক অবশ্য এ নিয়ে তেমন কিছু বলতেই চাননি। সংবাদমাধ্যমের প্রশ্নে শুধু বলেন, ''এটি বিচারাধীন বিষয়। তাই এ বিষয়ে কোনও মন্তব্য করব না।''
এদিন হানা দেওয়ার পর মলয়ের বাড়ির আলমারি, ঘরের তালা খুলতে চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷ বুধবার সকালেই আসানসোলের আপকার পার্কে মলয় ঘটকের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ আসানসোলে থাকলে এই বাড়িতেই থাকেন মলয় ঘটক৷ কলকাতা থেকে প্রতি সপ্তাহান্তে এই বাড়িতে আসেন মন্ত্রী৷
advertisement
advertisement
সকাল থেকে মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশেই মন্ত্রী আবাসনে রয়েছেন৷ এরপরই সেখানে হানা দেয় সিবিআই। সেখানেই মন্ত্রীকে টানা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷
সূত্রের খবর, আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে মলয় ঘটকের স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য ছিলেন৷ কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থায় ছিল৷ যদিও সেই তালার চাবি কোথায় তা তিনি জানেন না বলে দাবি করেছিলেন মন্ত্রীর স্ত্রী৷ এর পরেই তালা খুলতে স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা৷ এমনকী, বাড়ির চিলেকোঠার ঘরের তালা ভেঙেও তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
টানা সাড়ে ৮ ঘণ্টা সিবিআই-এর মুখোমুখি, বেরিয়ে এসেই চমকে দিলেন মলয় ঘটক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement