এবার সেই ঘটনার রেস মিটতে না মিটতেই কলকাতার এক কোচের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সরব হয়েছেন জাতীয় স্তরের এক রোলার স্কেটিং খেলোয়াড়।
আরও পড়ুন- বয়স ৯১ তাতে কী হয়েছে! এই বয়সেও গ্রামের মানুষদের পাশে গৌরি দেবী
ইতিমধ্যেই নির্যাতিতা নিউটাউন থানায় ওই কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন। তার ভিত্তিতেই এদিন বারাসাত জেলা আদালতে গোপন জবানবন্দী দিতে আসেন ওই বছর ২৫ এর মহিলা নির্যাতিতা খেলোয়াড়।
advertisement
রোলার স্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়াতেও অভিযোগ জানিয়েছেন শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলার খেলোয়ারবলেও জানা গিয়েছে। অভিযোগ, স্কেটিং কোচ আলিমুদ্দিন আনসারি ওরফে আলি তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন।
রাজি না হওয়ায় তাঁর শ্লীলতাহানিও করা হয়। এমনকী, প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছিল বলে জানান নির্যাতিতা। এরপরই ঘটনার কথা সামনে আসতে নড়েচড়ে বসে প্রশাসন।
এদিন বারাসাত কোর্টে গোপন জবানবন্দী দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা মহিলা খেলোয়াড় জানান, এখন নানা মাধ্যমে সেটেলমেন্ট এর ইচ্ছা প্রকাশ করলেও, তা সম্ভব নয়।
এতদিন কোনরকম যোগাযোগ করা হয়নি, এখন যা করার কোর্ট করবে, বলেও জানান নির্যাতিতা ওই মহিলা খেলোয়াড়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এখন অভিযুক্ত ওই ক্রীড়া প্রশিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে সকলে।
Rudra Narayan Roy