পুজো শেষে কার্নিভালের চমক! টলি তারকাদের উপস্থিতিতে জমকালো শোভাযাত্রা, কখন শুরু? কোন কোন রাস্তা বন্ধ? জানুন খুঁটিনাটি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Durga Puja Carnival 2025: রাত থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি এরই মাঝে হবে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা অর্থাৎ পুজো কার্নিভাল ২০২৫। পূর্ব বর্ধমানের কোন কোন পুজো অংশ নেবে এই কার্নিভালে? কখন থেকে শুরু হবে কার্নিভাল? বন্ধ থাকবে বেশ কিছু রাস্তা। জেনে নিন বিস্তারিত...
দুর্গাপুজোর নবমীর দিন থেকেই বদলেছে আবহাওয়া, মাঝে মাঝেই হচ্ছে বৃষ্টি। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। এরই মাঝে হবে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা অর্থাৎ পুজো কার্নিভাল ২০২৫। পূর্ব বর্ধমানের কোন কোন পুজো অংশ নেবে এই কার্নিভালে? কখন থেকে শুরু হবে কার্নিভাল? বর্ধমানে পুজো কার্নিভাল দেখবেন? তাহলে জেনে নিন কোন জায়গা থেকে ভাল দেখতে পাবেন এই কার্নিভালের অনুষ্ঠান। আর কোন কোন রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
৪ অক্টোবর পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। ইতিমধ্যেই জেলাশাসকের পক্ষ থেকে দফতর ভাগ করে দেওয়া হয়েছে নজরদারির জন্য। বড় নীলপুর মোড় থেকে শুরু হবে এবং শেষ হবে কমল শায়রের কাছে। সেখানেই হবে প্রতিমা নিরঞ্জন। এছাড়াও বর্ধমানের কার্জন গেট চত্বরে হবে বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী কৌশানি মুখার্জি।
advertisement
এবছর পূর্ব বর্ধমানের মোট ২৮টি পুজো অংশগ্রহণ করবে কার্নিভালে। ভদ্রপল্লী দুর্গাপুজো কমিটি, ৩১ নম্বর ওয়ার্ড দুর্গাপুজো সমন্বয় সমিতি, শাঁখারি পুকুর অ্যাথলেটিক ক্লাব, পারবীরহাটা সার্বজনীন দুর্গাপুজো কমিটি, সর্বমিলন সংঘ, ২৫ নম্বর ওয়ার্ড দুর্গাপুজো সমন্বয় সমিতি, লক্ষ্মীপুর মাঠ দুর্গাপুজো কমিটি, বিবেকানন্দ সেবক সংঘ, ইসলাবাদ কিরণ সংঘ, সিং দরজা সার্বজনীন দুর্গাপুজো।
advertisement
এছাড়াও বুড়িরবাগান দুর্গাপুজো কমিটি, মেহেদীবাগান দুর্গাপুজো কমিটি, জোড়া মন্দির দুর্গাপুজো কমিটি, ঘোর দৌড় চটি দুর্গাপুজো কমিটি, রথতলা সার্বজনীন দুর্গাপুজো সমন্বয় সমিতি, গোলাহাট প্রগতি সংঘ, লাল্টু স্মৃতি সংঘ, কাঞ্চননগর সার্বজনীন দুর্গাপুজো সমন্বয় সমিতি, ইসলাবাদ ইউথ ক্লাব, ন্যাচারাল সিটি, কেশবগঞ্জ বারোয়ারি, চৌরঙ্গী, শ্যামলাল সার্বজনীন দুর্গাপুজো, ২১ নম্বর ওয়ার্ড দুর্গাপুজো সমন্বয় সমিতি, সবুজ সংঘ, ইসলাবাদ পদ্মশ্রী সংঘ, আলমগঞ্জ বারোয়ারী।
advertisement
শেষ কয়েক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার আদলে জেলায় জেলায় পুজো কার্নিভালের আয়োজন হচ্ছে। দুর্গাপুজা শেষ হওয়ার পরেও পুজোর রেশ বা উৎসবের আনন্দ ধরে রাখে পুজো কার্নিভাল। তাই বৃষ্টি উপেক্ষা করেই হবে কার্নিভাল কিন্তু বৃষ্টির কারণে পরিবর্তন হতে পারে সময়ের। বিকেল পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু অবিরাম বৃষ্টি চললে বৃষ্টির কারণে তা শুরু হতে পারে সন্ধ্যা ৭টা থেকে।
advertisement
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারা রাস্তায় জুড়েই থাকবে কড়া নজরদারি। এছাড়াও প্রতিমা নিরঞ্জনের জায়গাতেও সিভিল ডিফেন্স-সহ থাকবে বিশেষ নজরদারি। বড় নীলপুর মোড় থেকে শুরু হয়ে কার্জন গেট চত্বরে এসে তাদের অনুষ্ঠান দেখাবে। প্রত্যেকটি পুজো কমিটির জন্য কার্জন গেট চত্বরে অনুষ্ঠানের জন্য পাঁচ মিনিট করে বরাদ্দ করা হয়েছে।
advertisement
কার্নিভালের জন্য দুপুর ৩টে থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যান চলাচলও বন্ধ থাকবে একাধিক রাস্তায়। জি.টি রোডে নবহাট মোড় থেকে আলিশা বাস স্ট্যান্ড পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। এছাড়াও ১৯ নম্বর জাতীয় সড়কের পাল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট মোড়, দামোদর কোল্ড স্টোরেজ, জিলিপি বাগান মোড়, তেজগঞ্জ মোড়, আনঞ্জির বাগান, রথতলা মোড়, লাখুরি মোড় ও গোদা মোড় বন্ধ থাকবে।
advertisement