তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনার সঙ্গে আর অন্য কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মৌখালি হেড়িয়ায় বাড়ি সাইফুল আলি খানের। তিনি ৩-৪ দিনের জন্য বাইরে গিয়েছিলেন। কলকাতায় তার অপর এক বাড়িতে তিনি গিয়েছিলেন কর্মসূত্রে। ঠিক সেই সময় তার বাড়িতে চুরি হয়েছে।
আরও পড়ুন : বাজি ফাটানোর শব্দমাত্রায় বড় পরিবর্তন! এখন কত হল? বাজারে যাওয়ার আগে জেনে রাখুন, নাহলে আপনার ‘লস’
advertisement
তিনি ও তাঁর পরিবার এই ঘটনার পর মগরাহাট থানায় দারস্থ হন। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তারপরই ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ওই তিন ব্যক্তি সাইফুল আলি খানের প্রতিবেশী। ফলে সাইফুল ও তার পরিবারের লোকজন কখন বাড়িতে থাকছে না তার নিখুঁত তথ্য পেত তারা। সেই সুযোগে তাদের চুরির সুবিধা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও পুলিশ দ্রুত এই ঘটনায় পদক্ষেপ নেওয়ায় খুশি সাইফুলের পরিবারের লোকজন। উদ্ধার হওয়া অলঙ্কার ও অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফেরৎ দেওয়া হবে। ধৃতদের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। দ্রুত এই চুরির ঘটনার কিনাড়া করায় মগরাহাট থানার পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।