TRENDING:

Paschim Medinipur News: খড়গপুরে ট্রেন দুর্ঘটনা! হুটার বাজিয়ে ছুটছে উদ্ধারকারীরা, কী হল সারাদিন দেখুন

Last Updated:

প্রথমে হুটার সাইরেন বাজানো হয় ডিআরএম অফিসে। এরপর বিভিন্ন বিভাগের আধিকারিক, উদ্ধারকারীরা রওনা দেন এবং পৌঁছন ঘটনাস্থলে। সেখানে তৈরি করা হয় অস্থায়ী শিবির, অস্থায়ী হাসপাতালও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ভয়াবহতাকে। মৃত্যু হয়েছিল শতাধিক যাত্রীর। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেন থেকে যাত্রীদের উদ্ধারে নেমেছিল সেনা, বিপর্যয় মোকাবিলা দফতর, রেল ও পুলিশ। তবে এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে কীভাবে তা মোকাবিলা সম্ভব তার জন্য মক ড্রিল বা প্রস্তুতি সারল রেল। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়্গপুর ডিভিশনে হয়েছে এই মক ড্রিল।
মক ড্রিল খড়গপুরে
মক ড্রিল খড়গপুরে
advertisement

আরও পড়ুনঃ  কাজল আর করণের মধ্যে ঝগড়া বাধালেন রণবীর সিং, পরিচালককে ‘অপেশাদার’ তোপ নায়িকার

এনডিআরএফ দলকে নিয়ে খড়্গপুর ডিভিশন দ্বারা একটি মক ড্রিল হয়েছিল। যাতে যে কোনও দুর্যোগ, বিপদসঙ্কুল পরিস্থিতিতে জরুরি এবং দুর্যোগের সময়ে মোকাবিলার জন্য পরীক্ষা করা হয়। খড়্গপুর ডিভিশনের নিমপুরা ইয়ার্ডে মক ড্রিল করা হয়েছিল। এখানে দুর্ঘটনা কবলিত ট্রেন ছিল। সাজানো হয়েছিল আহত, নিহত মানুষদের।

advertisement

স্বাভাবিক কোনও দুর্ঘটনার মত প্রথমে হুটার সাইরেন বাজানো হয় ডিআরএম অফিসে। এরপর বিভিন্ন বিভাগের আধিকারিক, উদ্ধারকারীরা রওনা দেন এবং পৌঁছন ঘটনাস্থলে। সেখানে তৈরি করা হয় অস্থায়ী শিবির,অস্থায়ী হাসপাতালও। ঘটনাস্থলে যায় এক্সিডেন্ট রিলিফ ভ্যান, মেডিকেল ভ্যানও। এরপর শুরু হয় উদ্ধার কাজ।

View More

গোটা এই উদ্ধার প্রক্রিয়ার মক ড্রিল সম্পন্ন হলখড়গপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের তত্ত্বাবধানে। রেল সূত্রে খবর করমণ্ডলেরমতকোনও রেল দুর্ঘটনা হলে কীভাবে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তাদের প্রাণ বাঁচানো যায়, তার প্রস্তুতি সারা হয়।

advertisement

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: খড়গপুরে ট্রেন দুর্ঘটনা! হুটার বাজিয়ে ছুটছে উদ্ধারকারীরা, কী হল সারাদিন দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল