আরও পড়ুনঃ কাজল আর করণের মধ্যে ঝগড়া বাধালেন রণবীর সিং, পরিচালককে ‘অপেশাদার’ তোপ নায়িকার
এনডিআরএফ দলকে নিয়ে খড়্গপুর ডিভিশন দ্বারা একটি মক ড্রিল হয়েছিল। যাতে যে কোনও দুর্যোগ, বিপদসঙ্কুল পরিস্থিতিতে জরুরি এবং দুর্যোগের সময়ে মোকাবিলার জন্য পরীক্ষা করা হয়। খড়্গপুর ডিভিশনের নিমপুরা ইয়ার্ডে মক ড্রিল করা হয়েছিল। এখানে দুর্ঘটনা কবলিত ট্রেন ছিল। সাজানো হয়েছিল আহত, নিহত মানুষদের।
advertisement
স্বাভাবিক কোনও দুর্ঘটনার মত প্রথমে হুটার সাইরেন বাজানো হয় ডিআরএম অফিসে। এরপর বিভিন্ন বিভাগের আধিকারিক, উদ্ধারকারীরা রওনা দেন এবং পৌঁছন ঘটনাস্থলে। সেখানে তৈরি করা হয় অস্থায়ী শিবির,অস্থায়ী হাসপাতালও। ঘটনাস্থলে যায় এক্সিডেন্ট রিলিফ ভ্যান, মেডিকেল ভ্যানও। এরপর শুরু হয় উদ্ধার কাজ।
গোটা এই উদ্ধার প্রক্রিয়ার মক ড্রিল সম্পন্ন হলখড়গপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের তত্ত্বাবধানে। রেল সূত্রে খবর করমণ্ডলেরমতকোনও রেল দুর্ঘটনা হলে কীভাবে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তাদের প্রাণ বাঁচানো যায়, তার প্রস্তুতি সারা হয়।
রঞ্জন চন্দ