Koffee with Karan Season 8: কাজল আর করণের মধ্যে ঝগড়া বাধালেন রণবীর সিং, পরিচালককে ‘অপেশাদার’ তোপ নায়িকার

Last Updated:

বলিউডে তাঁদের বন্ধুত্বের কথা সবার জানা। এও হিন্দি ছবির একনিষ্ঠ দর্শকমাত্রই জানেন যে কাজলকে কতটা চোখে হারান করণ জোহর। বলেও থাকেন প্রকাশ্যে পরিচালক- এই নায়িকাই তাঁর লাকি ম্যাসকট।

কাজল আর করণের মধ্যে ঝগড়া বাধালেন রণবীর সিং
কাজল আর করণের মধ্যে ঝগড়া বাধালেন রণবীর সিং
কলকাতাঃ বলিউডে তাঁদের বন্ধুত্বের কথা সবার জানা। এও হিন্দি ছবির একনিষ্ঠ দর্শকমাত্রই জানেন যে কাজলকে কতটা চোখে হারান করণ জোহর। বলেও থাকেন প্রকাশ্যে পরিচালক- এই নায়িকাই তাঁর লাকি ম্যাসকট। যে কারণে কয়েক সেকেন্ডের জন্য হলেও করণের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে এক গানে দেখা গিয়েছিল কাজলের উপস্থিতি। বলিউডে যদিও গুঞ্জন, করণের লাকি ম্যাসকট এখন বদলে গিয়েছে। খুব সম্ভব কাজলের জায়গাটা নিয়েছেন বরুণ ধাওয়ান, রকি অউর রানি কি প্রেম কহানি ছবির গানে তাঁর গেস্ট অ্যাপিয়ারেন্স যে সাক্ষ্য দিচ্ছে। আবার অনেকে বলছেন বরুণ নয়, করণ এখন মেতে আছেন রণবীর সিংকে নিয়ে।
বলিউডের গুঞ্জন সত্যি হলেও হতে পারে। কিছুই বলা যায় না। কাজল যে ভাবে ধমক দিয়েছেন করণকে, বলেছেন অপেশাদারের মতো খুব খারাপ কথা, তাতে তা কিছুটা হলেও প্রমাণ হচ্ছে তো বটেই। কফি উইথ করণ সিজন ৮-এর পরবর্তী পর্বে যে হট সিটে দেখা যাবে কাজল আর রানি মুখোপাধ্যায়কে, তা আমরা অনেকেই এত দিনে জেনে ফেলেছি নানা খবরের সৌজন্যে, দেখে ফেলেছি সেই পর্বের প্রোমোও। সেখানেই কাজল আর করণের মধ্যে তুমুল ঝগড়া লাগিয়ে দিয়েছেন রণবীর, কাজলের হাত-পা ছোঁড়া, শো থেকে বেরিয়ে যেতে চাওয়ার মতো নানা গুরুতর ঘটনাও ঘটেছে সেই সূত্রে।
advertisement
advertisement
শো শুরুর আগে শুধু রণবীরের একটা কল রিসিভ করেছিলেন করণ। আর তাতেই রেগে লাল হয়ে যান কাজল। অপেশাদার বলে যেমন ধমক দেন, তেমনই রাগারাগিও করেন। রানি যখন জানতে চান কেন এরকম করছেন, কাজল বলেন যে বিষয়টা মোটেও সামান্য নয়, তাঁরা এখানে শো শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন, আর করণ কি না রণবীরের সঙ্গে ফোনে কথা বলে সময় নষ্ট করছেন! করণের লাজুক মুখে সাফাই- ‘রণবীরকে খুব হট দেখতে লাগছিল যে!’
advertisement
ব্যাপারটা বেশ ঘোরালো কিন্তু, যে যা-ই বলুন। কাজলই বা কেন রাগছেন, রণবীরই বা কথায় কথায় কেন কল করছেন কে জানে! দেখা যাক, কোথাকার জল শেষ পর্যন্ত কোথায় গড়ায়!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee with Karan Season 8: কাজল আর করণের মধ্যে ঝগড়া বাধালেন রণবীর সিং, পরিচালককে ‘অপেশাদার’ তোপ নায়িকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement