বীরভূম জেলাকে স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাধা দেওয়া, মারধর, হেনস্থার অভিযোগ উঠেছে৷ একই ভাবে বীরভূমের বেশকিছু জায়গা থেকেও একই অভিযোগ উঠেছে৷
এদিন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকে দেখা গেল গাড়িতে মাইক বেঁধে মাঠে নামতে৷ এলাকার রাস্তায় ঘুরে ঘুরে তিনি প্রচার করেন, “গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন৷ তাই এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া যাবে না৷ এটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ৷ যদি কেউ বিরোধীদের বাধা দেয়, দল সেই দায় নেবে না।”
advertisement
আরও পড়ুন- বিরিয়ানি খান দিনে-রাতে, চিকিৎসকদের কথা শুনলে আঁতকে উঠবেন
প্রচারে বিধায়ককে আরও বলতে শোনা যায়, “যদি কেউ বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা নেয়, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে বাধা দেয় তার বিরুদ্ধে প্রশাসন ও নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নিক, এটাই আবেদন।”
তবে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, “এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব দলের শীর্ষ নেতা-নেত্রীর নির্দেশ পালন করা৷ নির্বাচন প্রক্রিয়ায় যাতে সবাই অংশ নেয় সেটাই গণতন্ত্র। বিরোধীদের কোন ভাবে বাধা দেওয়া যাবে না৷।”
Subhadip Pal