সুন্দরবন এলাকায় নদী জলাজমি বেষ্টিত এলাকায় ধান চাষের পক্ষে অনুকূল। প্রতিবছর এলাকায় বড় অংশ জুড়ে ধান চাষ হয়। কৃষক পরিবারের সন্তান দেবেশ মন্ডল। কৃষি কাজই পারিবারিক পরম্পরা। ছোট থেকেই মাঠে চাষের কাজ করা অভ্যাস। ছোটবেলার অভ্যাসই এখনও ছেড়ে বেরোতে পারেননি হিঙ্গলগঞ্জের বিধায়ক।
প্রতিমাসে বিধায়ক হিসাবে বেতন পান দেবেশ মণ্ডল। জনসাধারণের পরিষেবা দেওয়ার জন্য ছুটতে হয়। প্রতিনিয়ত একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকে। রয়েছে বিধায়কের নানা দায়িত্বও। সব সামলেও মাঠের কাজের দায়িত্ব সামলে নেন তিনি। সকালের দিকে অবসর সময়ে মাঠে ছোটেন তিনি। কোদাল নিয়ে ক্ষেতের পরিচর্যা করা, ফসল বোনা, ফসল তোলা- সব কাজই করেন তিনি। পরিবারের এই পেশায় সবসময় জড়িয়ে রাখেন নিজেকে। মাটির টানে তিনি ছোটেন মাঠে, দাবি বিধায়কের।
advertisement
আরও পড়ুনঃ Ravindra Jadeja: অবসরের আগেই নতুন ইনিংস জাদেজার! স্ত্রীর পথে হেঁটে যোগ দিলেন বিজেপিতে
কৃষি পরিবারের সন্তান, তাই ছোট বেলা থেকেই বাবা-ঠাকুরদার হাত ধরে মাঠে কাজ করার অভ্যেস রয়েছে বলে জানান। বিধায়ক হওয়ার পর থেকেই রাজনীতি ও বিধানসভার কাজে দিনের অধিকাংশ সময় কেটে যায়। সেজন্য মাঠে যাওয়ার পরিমাণ কিছুটা কম হলেও মাটির ও মাঠের টান এখনও এতটুকু কমেনি।
জুলফিকার মোল্যা