Ravindra Jadeja: অবসরের আগেই নতুন ইনিংস জাদেজার! স্ত্রীর পথে হেঁটে যোগ দিলেন বিজেপিতে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ravindra Jadeja: টেস্ট ও ওডিআই ক্রিকেট থেকে এখনও অবসর নেন তারকা অলরাউন্ডার। তবে এবার রাজনীতির মাঠে নাম লেখালেন জাদেজা।
২০২৪ টি-২০ বিশ্বকাপ জেতার পরই বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রবীন্দ্র জাদেজা। তবে টেস্ট ও ওডিআই ক্রিকেট থেকে এখনও অবসর নেন তারকা অলরাউন্ডার। তবে এবার রাজনীতির মাঠে নাম লেখালেন জাদেজা।
ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন রবীন্দ্র জাদজে। বিজেপিকর মেম্বারশিপ কার্ডের ছবি শেয়ার করে জানালেন জাদেজার স্ত্রী রিভাবা। এক্স অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন জাদেজার স্ত্রী। সেখানেই নিজের পাশাপাশি জাদেজার ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ কার্ড দেখা যায়। এই পোস্ট থেকেই জানা যায় জাদেজার বিজেপিতে যোগ দানের খাবর।
রবীন্দ্র জাদেজার স্ত্রী অনেক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি বিজেপি বিধায়কও। স্ত্রীর সঙ্গে এর আগে একাধিকবার বিজেপির প্রচারেও দেখা গিয়েছে জাদেজাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেছিলেন সস্ত্রীক জাদেজ। এবার কেরিয়ারের নতুন ইনিংসটা পাকাপাকিভাবে শুরু করে দিলেন জাদেজা।
advertisement
advertisement
🪷 #SadasyataAbhiyaan2024 pic.twitter.com/he0QhsimNK
— Rivaba Ravindrasinh Jadeja (@Rivaba4BJP) September 2, 2024
আরও পড়ুনঃ India vs Bangladesh: পাকিস্তানকে হারিয়ে এবার ভারতকে হুঁশিয়ারী বাংলাদেশের! বড় কথা বলে দিলেন শান্টো
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে ৭২টি ম্যাচ খেলে ২৯৪টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিংয়ে রান করেছেন ৩০৩৬। এছাড়া ওডিআইতে ১৯৭টি ও টি-২০ ক্রিকেটে ৭৪টি ম্যাচে খেলে জাদেজা ২২০ ও ৫৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া ওডিআইতে ২৭৫৬ রান ও টি-২০ ক্রিকেটে ৫১৫ রান করেছেন জাদেজা। নতুন মাঠে এবার কেমন খেলেন জাড্ড সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2024 5:47 PM IST