TRENDING:

Mithun Chakraborty: রামের প্রচারে বামের আইকন! চে'র টুপি পরে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে মিঠুন 

Last Updated:

লাল ব্রিগেড বলে, বিপ্লব স্বপ্ন হলে সেই স্বপ্নের নাম চে গুয়েভারা। বামেদের রামে টানার কৌশল মহাগুরুর? প্রশ্ন নানা মহলে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: রামের প্রচারে বামের আইকন! লাল ব্রিগেডের আইকন চে গুয়েভারা। সেই চে খ্যাত টুপি পরে বিজেপি-র প্রচারে মিঠুন চক্রবর্তী। মিঠুনের মাথায় চে’র টুপি। মিঠুন বললেন, 'প্রথমে তো আমি অভিনেতা। এটা চে গুয়েভারা বলেই পরেছি।'
চে খ্যাত টুপিতে মিঠুন চক্রবর্তী, বুধবার পুরুলিয়ায়৷
চে খ্যাত টুপিতে মিঠুন চক্রবর্তী, বুধবার পুরুলিয়ায়৷
advertisement

এর্নেস্তো রাফায়েল গুয়েভারা দে লা সের্না। দুনিয়া চেনে শুধু ‘চে’ নামে। কমিউনিস্টদের আইকন। লাল ব্রিগেড বলে, বিপ্লব স্বপ্ন হলে, সেই স্বপ্নের নাম চে গুয়েভারা। আজও অনেকের কাছেই চে মানে প্রতিবাদ। চে মানে তারুণ্যের প্রতীক। লড়াইয়ের অনুপ্রেরণা। তা সে কলকাতা হোক বা কিউবা। প্যারাগুয়ে হোক বা পুরুলিয়া। এ বঙ্গে আজও লাল ব্রিগেড পথে নামলেই পথ ভাসে চে’র আবেগে। সেই বাম আবেগেই কি শান দিতে চাইছে গেরুয়া শিবির? তাই কি পঞ্চায়েত ভোটের আগে বিজেপির মিঠুন চক্রবর্তীর মাথায় চে’র ধাঁচে টুপি? প্রশ্ন অনেকের।

advertisement

আরও পড়ুন: আতঙ্কের স্কুল পুরুলিয়ায়! ভেঙে পড়ছে চাঙর! তার মধ্যেই চলছে ক্লাস!

রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলেন, বঙ্গে রামের উত্থান বামের ভোটে। এবার পঞ্চায়েত ভোটের আগে আবার নানা মহলে জোর চর্চায় রাম-বাম জোট। এ সবেরই মাঝে, বুধবার সবার নজর কাড়লেন মিঠন। পুরুলিয়ায় সভা করলেন চে’র টুপি পরে। রামের প্রচারে বামের আইকন। এটা কি বামেদের রামের কাছে টানার কৌশল? জল্পনা নানা মহলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বুধবার থেকে রবিবার।  পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাজনৈতিক কর্মসূচি শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। বুধবার পুরুলিয়া দিয়ে শুরু হল মহাগুরুর সেই সফর। এর পর বাঁকুড়া বিষ্ণুপুর আসানসোল বীরভূমের বোলপুরে পঞ্চায়েত কর্মী সম্মেলনের পাশাপাশি স্থানীয় দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় করবেন সাংগঠনিক বৈঠক। আর পুরুলিয়ার প্রথম সভাতেই চে-র টুপি পরে বিজেপির কর্মসূচিতে চমক দিলেন মিঠুন চক্রবর্তী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mithun Chakraborty: রামের প্রচারে বামের আইকন! চে'র টুপি পরে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে মিঠুন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল