জানা যাচ্ছে, কাজ থেকে ফিরে পুকুরে স্নান করতে নেমেছিলেন তিন বন্ধু। তলিয়ে যান একজন। রবিবার বিকেলে খড়গপুর শহরের ১২ নং ওয়ার্ডের নিমপুরা এলাকায় ঘটনাটি ঘটে। ওই এলাকার প্রান্তিক মাঠ সংলগ্ন পুকুরে তলিয়ে যান বছর ৩০-এর যুবক বান্টি পাল। পুলিশ-প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিমপুরা এলাকাতেই ওই যুবকের বাড়ি।
আরও পড়ুনঃ ১ কোটি পুরস্কারের মাওবাদী নেতা নিহত! মৃত আরও ২, সাতসকালেই বড় অভিযান
advertisement
এরপর সন্ধ্যা নাগাদ যুবকের খোঁজে সিভিল ডিফেন্সের কর্মীরা পুকুরে নামেন। বোট নিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। তাঁরা ব্যর্থ হওয়ার পর নামানো হয় ডুবুরি। তবে রাত সাড়ে ৯টা অবধি যুবককে উদ্ধার করা যায়নি বলেই জানিয়েছিলেন স্থানীয় ১২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিষ্ণু প্রসাদ।
এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। শেষমেষ ১৫ ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার হল বান্টি পালের মৃতদেহ। যুবকের দেহ উদ্ধার হওয়ার পর ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নিমপুরা ফাঁড়ির পুলিশ।
