পরিবার সূত্রে জানা যায়, মৃত তরুণীর নাম মুজবেরা বিবি (৩০), বাড়ি সাগরদিঘি থানার কুঠিরপাড়া গ্রামে। প্রায় ১২ বছর আগে ওই সাগরদিঘী থানার সাহেবনগর গ্রামের পেশায় পরিযায়ী শ্রমিক আসাদুল শেখের সঙ্গে বিয়ে হয়েছিল। তাঁদের চার ছেলেমেয়ে রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণীর সঙ্গে এক বিবাহিত যুবকের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। ওই সম্পর্কের জেরে ওই তরুণী এক বছর আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন এবং বাবার বাড়িতে থাকতে শুরু করেন। বাবার বাড়িতে থাকাকালীন বাড়ির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বোনের সঙ্গে বিবাদ বাঁধে। বিবাদের জেরে মাস খানেক আগে কোলের শিশুকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যান। এর পরে পরিবারের লোকজন তাঁর খোঁজ পায়নি।
advertisement
আরও পড়ুন – আলু খেলে ডায়াবেটিস হয়, এই ধারণা ভুল না ঠিক, জানুন
ঘটনার দু’দিন আগে সামশেরগঞ্জের চাঁদপুরে তাঁর এক দিদার বাড়িতে এসে ছিলেন। এরপরে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপরে গত বৃহস্পতিবার সকালে সামশেরগঞ্জ থানার তারাপুর হাসপাতালের পিছনে লিচু বাগানের মধ্যে ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। সেখানে মৃতদেহ আঁকড়ে তিন বছরের শিশু সন্তানকে জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ এবং অনুপনগর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
জঙ্গিপুর জেলা পুলিশ জানিয়েছে , যার সঙ্গে ওই তরুণীর সম্পর্ক গড়ে উঠেছিল, সে নিজে এই খুনের সঙ্গে জরিত কিনা, নাকি কোনও ভাড়াটে খুনিকে দিয়ে পথের কাঁটা দূর করেছে, সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করা পর্যন্ত বিষয়টি স্পষ্ট হবে না। তবে মৃতের পরিচয় ও শিশুর পরিচয় পাওয়া গিয়েছে। বর্তমানে শিশু সুস্থ আছেন এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। Kaushik Adhikary






