TRENDING:

এলাকায় ঢুকে অশালীন আচরণ-গালিগালাজ! প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা, প্রতিবাদীর রক্তে ভিজল পুরুলিয়া

Last Updated:

Purulia News: দুই যুবক এলাকায় এসে অশালীন আচরণ ও গালিগালাজ করছিলেন। সেই সময় তাঁদের বাধা দিতে গেলে স্থানীয় দুই ব্যক্তির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড। এই ঘটনা ঘিরে বলরামপুর থানার অন্তর্গত সাইবুন্ডী মোড় এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিরগি গ্রামের দুই যুবক সুবোধ কর্মকার ও ফোলারি কর্মকার ধারালো অস্ত্র নিয়ে সাইবুন্ডী এলাকায় আসেন। সেখানে গিয়ে অশালীন আচরণ ও গালিগালাজ শুরু করেন তাঁরা। সেই সময় তাঁদের বাধা দিতে যান স্থানীয় দুই ব্যক্তি সুজিত সিং সর্দার ও বিভীষণ মন্ডল। অভিযোগ, সুবোধ ও ফোলারি তখন উত্তেজিত হয়ে দু’জনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আহত প্রতিবাদী
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আহত প্রতিবাদী
advertisement

হামলার জেরে গুরুতর আহত হন সুজিত ও বিভীষণ। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অবস্থার অবনতি হলে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুনঃ সাইক্লোন হারিয়েছে শক্তি, তবুও নিম্নচাপের দাপট কমে না, জেলায়-জেলায় এখনও ভারী বৃষ্টির অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট

advertisement

এই বিষয়ে বিভীষণের ছেলে শান্তনু মন্ডল বলেন, অভিযুক্ত ওই দুই ব্যক্তি কোনও কারণ ছাড়াই ঝামেলা করছিল এবং গালিগালাজ করছিল। তাঁদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে বাবা বিভীষণ ও প্রতিবেশী সুজিতকে আঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে যায়। এরপর অভিযুক্তদের ধরতে গেলে তাঁরা সেখান থেকে পালিয়ে যায়। ‌কোনও রকমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। ‌

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মাতৃ রূপে মেয়ের পুজো! বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথমবার কুমারী পুজো
আরও দেখুন

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবক সুবোধ ও ফোলারিকে আটক করা হয়েছে। এই ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এলাকায় ঢুকে অশালীন আচরণ-গালিগালাজ! প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা, প্রতিবাদীর রক্তে ভিজল পুরুলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল