হামলার জেরে গুরুতর আহত হন সুজিত ও বিভীষণ। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অবস্থার অবনতি হলে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
এই বিষয়ে বিভীষণের ছেলে শান্তনু মন্ডল বলেন, অভিযুক্ত ওই দুই ব্যক্তি কোনও কারণ ছাড়াই ঝামেলা করছিল এবং গালিগালাজ করছিল। তাঁদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে বাবা বিভীষণ ও প্রতিবেশী সুজিতকে আঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে যায়। এরপর অভিযুক্তদের ধরতে গেলে তাঁরা সেখান থেকে পালিয়ে যায়। কোনও রকমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবক সুবোধ ও ফোলারিকে আটক করা হয়েছে। এই ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।






