TRENDING:

অলৌকিক...! এই দেবী মায়ের মন্দিরে নেই কোনও দরজা, কেন জানেন? জানুন বারাসাতের ডাকাত কালীর গায়ে কাঁটা দেওয়া গল্প!

Last Updated:

প্রাচীন এই মন্দিরের নেই কোনও দরজা, যত বারই দরজা করার চেষ্টা করা হয়েছে, ততবারই দেখা গিয়েছে সকালে উঠে গায়েব দরজা। জাগ্রত মা কালী স্বয়ং নাকি দরজায় দাঁড়িয়ে থাকেন তাই আর প্রয়োজন হয় না কোনও দ্বারের। জানালেন সেবাইত সোমনাথ ব্রহ্মচারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: প্রাচীন এই মন্দিরের নেই কোনও দরজা, যত বারই দরজা করার চেষ্টা করা হয়েছে, ততবারই দেখা গিয়েছে সকালে উঠে গায়েব দরজা। জাগ্রত মা কালী স্বয়ং নাকি দরজায় দাঁড়িয়ে থাকেন তাই আর প্রয়োজন হয় না কোনও দ্বারের। জানালেন সেবাইত সোমনাথ ব্রহ্মচারী।
ডাকাত কালী
ডাকাত কালী
advertisement

বারাসতে পুরনো কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম কাঠোর রোডের এই ডাকাত কালীবাড়ি। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের নাম। এখানে নেই কোনও প্রতিমা, আছে অশ্বত্থ গাছ। যা আনুমানিক ৪০০ বছরেরও পুরনো, গাছ-ই এখানে পুজিত হয়, তবে কোনও পুরোহিত দিয়ে নয়।

আরও পড়ুন: ঝাঁকে ঝাঁকে ঢুকছে…! ১ কেজির উপরে ‘বিরাট’ সাইজের ইলিশ আসছে এবার বাজারে! দাম পড়বে কত? চরম তৎপরতায় মৎস্যজীবীরা

advertisement

এখানে পুজো দেবেন বলে মনে করলে, মা এর কাছে এসে মনস্কামনা মাকে জানিয়ে, নমস্কার করে মোমবাতি ধুপকাঠি জ্বালিয়ে নিজেকেই করতে হয় পুজো। বর্তমানে বারাসত পুরসভা থেকে কালীমন্দির চত্ত্বর পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হলেও, এর বেশি আর সংস্কার করতে চান না কেউই। কারণ প্রাচীন এই মন্দির বা গাছে কোনওরকম আঘাত লাগলেই ঘটতে পারে সর্বনাশ আশঙ্কা করেই তাই পুরনো একই রকম ভাবেই রয়ে গিয়েছে রঘু ডাকাতের এই আস্তানা।

advertisement

View More

আরও পড়ুন: Upper ও Middle বার্থের পাশে ‘কালো’ ‘কালো’…! ট্রেনের এসি কোচে ওগুলো কী? পরক্ষণেই যা ঘটল, ঘাম ছুটল হাউজকিপিং কর্মীদের!

একজন সেবায়েত আছেন, তিনি সকালে গেটের তালা খুলে দেন, আবার বিকেলে বন্ধ করেন। শোনা কথা অনুযায়ী, একসময় রঘু ডাকাত এই মন্দির থেকেই পুজো করে ডাকাতির উদ্দেশ্যে বের হতেন। আবার ডাকাতি করে তার দলবল নিয়ে এই মন্দিরেই ফিরে আসতেন। এটাই ছিল তার প্রধান আস্থানা। বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে এই ডাকাত কালীবাড়িতে একসময়  এলাকায় মানুষজন আসতে ভয় পেতেন।

advertisement

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ‘শক্তিশালী’ পাসপোর্ট পেল কোন ‘দেশ’…? শীর্ষ ১০ থেকে বাদ পড়ল আমেরিকা, কত নম্বরে ভারত? গ্যারান্টি, চমকাবেন!

তবে আজ চিত্রটা সম্পুর্ন বদলে গিয়েছে। এখনও দূরদূরান্তের মানুষের কাছে এই ডাকাত কালীবাড়ি একই রকম জাগ্রত। তবে প্রাচীন ইতিহাস বিজড়িত মন্দিরটির রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলেই মনে করেন স্থানীয়রা। মন্দিরটি ছাদ বলতে অশ্বত্থ গাছের শিকড়। ইটগুলি রঘু ডাকাত-সহ তাঁর দলবলই কাঠের ডাইস বানিয়ে তাতে মাটি দিয়ে তৈরি করেছিল সেই সময় বলে জানা যায়, এটি জেলার অন্যতম প্রাচীন কালী মন্দির। কালী পুজোয় এখানেই হয় বিশেষ যোগ্য বলির আয়োজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১ লক্ষ ব্লেডের মা কালী! 'উড়ান' নায়িকার হাতে নদিয়ার নজরকাড়া পুজোর উদ্বোধন
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অলৌকিক...! এই দেবী মায়ের মন্দিরে নেই কোনও দরজা, কেন জানেন? জানুন বারাসাতের ডাকাত কালীর গায়ে কাঁটা দেওয়া গল্প!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল