Upper ও Middle বার্থের পাশে 'কালো' 'কালো'...! ট্রেনের এসি কোচে ওগুলো কী? পরক্ষণেই যা ঘটল, ঘাম ছুটল হাউজকিপিং কর্মীদের!

Last Updated:
Indian Railways: সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। কী এমন ঘটেছিল? দৃশ্য দেখলে নিজের চোখকেও বিশ্বাস হবে না।
1/12
দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলিতে জেনারেল থেকে শুরু করে স্লিপার এবং এসি পর্যন্ত বিভিন্ন কোচ থাকে। প্রতিটি কোচ টিকিটের মূল্যের উপর ভিত্তি করে সুযোগ-সুবিধা প্রদান করে। তবে, কেউ যদি এসি কোচের টিকিট কেনেন তাহলে তারা ধরে নেন যে অন্তত সেক্ষেত্রে সিট থেকে কোচ, সবই হবে মনের মতো।
দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলিতে জেনারেল থেকে শুরু করে স্লিপার এবং এসি পর্যন্ত বিভিন্ন কোচ থাকে। প্রতিটি কোচ টিকিটের মূল্যের উপর ভিত্তি করে সুযোগ-সুবিধা প্রদান করে। তবে, কেউ যদি এসি কোচের টিকিট কেনেন তাহলে তারা ধরে নেন যে অন্তত সেক্ষেত্রে সিট থেকে কোচ, সবই হবে মনের মতো।
advertisement
2/12
এসি কোচের কনফার্ম টিকিট পেলেই যাত্রীরা ভাবেন মহানন্দে, নিরাপদ যাত্রা কনফার্ম। কিন্তু এহেন এসি কামরাতেই যদি দেখা লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ? অজান্তেই শরীরে ঢুকে পরে বিষ? শুনলে আতঙ্কিত হবেন আপনিও।
এসি কোচের কনফার্ম টিকিট পেলেই যাত্রীরা ভাবেন মহানন্দে, নিরাপদ যাত্রা কনফার্ম। কিন্তু এহেন এসি কামরাতেই যদি দেখা লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ? অজান্তেই শরীরে ঢুকে পরে বিষ? শুনলে আতঙ্কিত হবেন আপনিও।
advertisement
3/12
সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। কী এমন ঘটেছিল? দৃশ্য দেখলে নিজের চোখকেও বিশ্বাস হবে না।
সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। কী এমন ঘটেছিল? দৃশ্য দেখলে নিজের চোখকেও বিশ্বাস হবে না।
advertisement
4/12
নান্দেদ এবং ফিরোজপুর ক্যান্টনের মধ্যে ধাবমান হাজুর সাহেব নান্দেদ এক্সপ্রেসে (১৪৬২১) এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। চলন্ত ট্রেনের এসি কামরায় আচমকা যাত্রীদের নজরে পরে ভয়ঙ্কর কিছু। মুহূর্তে আঁতকে ওঠেন তাঁরা।
নান্দেদ এবং ফিরোজপুর ক্যান্টনের মধ্যে ধাবমান হাজুর সাহেব নান্দেদ এক্সপ্রেসে (১৪৬২১) এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। চলন্ত ট্রেনের এসি কামরায় আচমকা যাত্রীদের নজরে পরে ভয়ঙ্কর কিছু। মুহূর্তে আঁতকে ওঠেন তাঁরা।
advertisement
5/12
ট্রেনের এসি কোচে, আপার বার্থের কাঠের ধারে দেখা গেল এমন এক জিনিস যা দেখে তাজ্জব হয়ে যেতে হয়। যাত্রীরা লক্ষ্য করেন আপার বার্থের পাশের কাঠের দেওয়াল জুড়ে কালো কালো ছোপ ছোপ। কী ওগুলো?
ট্রেনের এসি কোচে, আপার বার্থের কাঠের ধারে দেখা গেল এমন এক জিনিস যা দেখে তাজ্জব হয়ে যেতে হয়। যাত্রীরা লক্ষ্য করেন আপার বার্থের পাশের কাঠের দেওয়াল জুড়ে কালো কালো ছোপ ছোপ। কী ওগুলো?
advertisement
6/12
ভাল করে দেখতেই ধরা পরে আর কিছু নয় কালো ছত্রাক বা ছাতা পড়া গোটা দেওয়াল। উপরের বার্থটির খুবই খারাপ অবস্থা। তবে সেখানেই শেষ নয় ক্যামেরাটি নীচে নামতেই দেখা যায় মিডল বার্থে ও ছড়িয়েছে ছত্রাকের বিপদ।
ভাল করে দেখতেই ধরা পরে আর কিছু নয় কালো ছত্রাক বা ছাতা পড়া গোটা দেওয়াল। উপরের বার্থটির খুবই খারাপ অবস্থা। তবে সেখানেই শেষ নয় ক্যামেরাটি নীচে নামতেই দেখা যায় মিডল বার্থে ও ছড়িয়েছে ছত্রাকের বিপদ।
advertisement
7/12
ভিডিওটি সোশ্যাল পোস্ট হতেই হইচই পরে যায়। এসি কোচের এমন দৃশ্য দেখে আঁতকে ওঠেন নেটিজেনরা। এসি কোচেই যদি এই হাল হয়, কী হতে পারে অন্য কোচগুলিতে? ভেবেই সমালোচনার ঝড় ওঠে নেটপাড়ায়।
ভিডিওটি সোশ্যাল পোস্ট হতেই হইচই পরে যায়। এসি কোচের এমন দৃশ্য দেখে আঁতকে ওঠেন নেটিজেনরা। এসি কোচেই যদি এই হাল হয়, কী হতে পারে অন্য কোচগুলিতে? ভেবেই সমালোচনার ঝড় ওঠে নেটপাড়ায়।
advertisement
8/12
মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পরে ভিডিওটি। তবে ভাইরাল ভিডিও দেখে রেল অবশ্য সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। বিষয়টি আমলে নিয়ে ছত্রাক পরিষ্কার করার জন্য রেলের হাউজ কিপিং স্টাফরা পৌঁছন। দ্রুত ছাঁচ পরিষ্কার করার কাজ শুরু হয়। তারও একটি ভিডিও পোস্ট করে রেল।
মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পরে ভিডিওটি। তবে ভাইরাল ভিডিও দেখে রেল অবশ্য সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। বিষয়টি আমলে নিয়ে ছত্রাক পরিষ্কার করার জন্য রেলের হাউজ কিপিং স্টাফরা পৌঁছন। দ্রুত ছাঁচ পরিষ্কার করার কাজ শুরু হয়। তারও একটি ভিডিও পোস্ট করে রেল।
advertisement
9/12
সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বয়ে যায় দৃশ্য দেখে। এই ময়লা যে কোনও যাত্রীর জন্য শুধু বিরক্তিকরই নয় জীবন ঝুঁকিও হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন অনেকে। ভিডিওটি অনলাইনে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই, লোকেরা তাদের মতামত জানাতে মন্তব্য বিভাগে ভিড় জমায়।
সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বয়ে যায় দৃশ্য দেখে। এই ময়লা যে কোনও যাত্রীর জন্য শুধু বিরক্তিকরই নয় জীবন ঝুঁকিও হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন অনেকে। ভিডিওটি অনলাইনে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই, লোকেরা তাদের মতামত জানাতে মন্তব্য বিভাগে ভিড় জমায়।
advertisement
10/12
এই বিষয়ে রেল কর্মকর্তারা একটি প্রতিক্রিয়া ভিডিওও পোস্ট করেছেন, যেখানে হাউজ কিপিং কর্মীদের পরিষ্কার করার দৃশ্য দেখানো হয়েছে।
এই বিষয়ে রেল কর্মকর্তারা একটি প্রতিক্রিয়া ভিডিওও পোস্ট করেছেন, যেখানে হাউজ কিপিং কর্মীদের পরিষ্কার করার দৃশ্য দেখানো হয়েছে।
advertisement
11/12
@IndianGems_ X-এ ভিডিওটি পোস্ট করে লিখেছেন,
@IndianGems_ X-এ ভিডিওটি পোস্ট করে লিখেছেন, "এক্সপ্রেস ট্রেন ১৪৬২১-এর একটি এসি কোচের হাল। এই ধরণের কালো ছত্রাক গুরুতর শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণ হতে পারে। এই যদি এসি কোচের হাল হয়, তাহলে অন্যান্য কোচের অবস্থা কল্পনা করুন।" এখন পর্যন্ত, ভিডিওটি ৪৫,০০০ এরও বেশি ভিউ, প্রায় ১,৫০০ লাইক এবং প্রায় ৭০ টি মন্তব্য পেয়েছে।
advertisement
12/12
ভিডিওটির প্রতিক্রিয়ায়, ফিরোজপুরের ডিআরএম (@drm_fzr) লিখেছেন,
ভিডিওটির প্রতিক্রিয়ায়, ফিরোজপুরের ডিআরএম (@drm_fzr) লিখেছেন, "যাত্রী অসুবিধার জন্য দুঃখিত। উপরের অভিযোগটি OBHS (অন-বোর্ড হাউসকিপিং সার্ভিস) কর্মীরা সমাধান করেছেন।" রেলের প্রতিক্রিয়া সত্ত্বেও, ভিডিওটিতে অসংখ্য মন্তব্য এসেছে।
advertisement
advertisement
advertisement