TRENDING:

Miracle Rescue: ​রাখে হরি মারে কে! দামোদরে ভেসে গিয়েও প্রায় ৪৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার সত্তরোর্ধ্ব বৃদ্ধা

Last Updated:

দামোদরের স্নান করতে নেমে ভেসে যান এক সত্তরোর্ধ্ব মহিলা, চিৎকার শুনে প্রায় ৪৫ কিলোমিটার দূর তাকে উদ্ধার করেন গ্রামবাসীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়না: দামোদরের জলে যেন এক জীবন্তমরণ যুদ্ধ,অবশেষে ৪৫ কিমি দূর থেকে উদ্ধার বৃদ্ধা। রাখে হরি মারে কে! দামোদরের স্নান করতে নেমে তলিয়ে যান সত্তরোর্ধ বৃদ্ধা। দীর্ঘ  সময় জলে ভেসে থাকার পর প্রায় ৪৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার বৃদ্ধা।
বৃদ্ধার ছবি
বৃদ্ধার ছবি
advertisement

একদিকে নিম্নচাপ অন্যদিকে কয়েকদিন ধরে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়ায় বেড়েছে দামোদরের জলস্তর।রবিবার দুপুরে রায়না থানার জাকতা এলাকায় বছর পচাত্তরের মাতুরি টুডু দামোদরে স্নান করতে নামেন।দামোদরের স্রোতে টাল সামলাতে না পেরে তলিয়ে যান।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

দামোদরের জলে জীবন মরণ যুদ্ধ করার পর প্রায় ৪৫ কিমি দুরে জামালপুর থানার বেগের মুখের কাছে একটি সাঁকোর খুটিকে কোনোক্রমে ধরে ফেলেন তিনি।রবিবার রাত্রের দিকে বৃদ্ধার ‘বাঁচাও বাঁচাও’ আওয়াজও গোঙানীর শব্দ শুনতে পান মুইদিপুর এলাকার নদীর ধারে থাকা গ্রামবাসীরা। শব্দ শুনতে পেয়ে তারা দামোদরের জল থেকে বৃদ্ধাকে উদ্ধার করেন। জামালপুর থানার পুলিশ স্থানীয়দের সহযোগীতায় বৃদ্ধাকে প্রথমে জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

advertisement

View More

আরও পড়ুনMirik Death: ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ, মিরিকে ধসে একই পরিবারের বাবা-মা-মেয়ের মৃত্যু, উৎসবের রং ফিকে

বৃদ্ধার নাম মাতুরি টুডু। বাড়ি রায়নার হিজলনার জাকতা গ্রামে। মাতুরি টুডু বলেন, তিনি রবিবার দুপুরের দিকে একাই দামোদরে স্নান করতে নেমেছিলেন,জল বেশি থাকায় ভেসে যান তিনি। দীর্ঘক্ষণ ভাসতে থাকার পর কোন কিছু ধরে আটকে যান তিনি এবং পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করেন।

advertisement

ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খাঁন বলেন, বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। তাঁর পরিচয় ও ঠিকানা জানতে পেরেছে পুলিশ। হিজলনার জাকতা গ্রামে তাঁর বাড়ি। স্নান করতে নেমে জলে তিনি ভেসে যান। পুলিশ প্রশাসন অবশ্যই তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সায়নী সরকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Miracle Rescue: ​রাখে হরি মারে কে! দামোদরে ভেসে গিয়েও প্রায় ৪৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার সত্তরোর্ধ্ব বৃদ্ধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল