একদিকে নিম্নচাপ অন্যদিকে কয়েকদিন ধরে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়ায় বেড়েছে দামোদরের জলস্তর।রবিবার দুপুরে রায়না থানার জাকতা এলাকায় বছর পচাত্তরের মাতুরি টুডু দামোদরে স্নান করতে নামেন।দামোদরের স্রোতে টাল সামলাতে না পেরে তলিয়ে যান।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
দামোদরের জলে জীবন মরণ যুদ্ধ করার পর প্রায় ৪৫ কিমি দুরে জামালপুর থানার বেগের মুখের কাছে একটি সাঁকোর খুটিকে কোনোক্রমে ধরে ফেলেন তিনি।রবিবার রাত্রের দিকে বৃদ্ধার ‘বাঁচাও বাঁচাও’ আওয়াজও গোঙানীর শব্দ শুনতে পান মুইদিপুর এলাকার নদীর ধারে থাকা গ্রামবাসীরা। শব্দ শুনতে পেয়ে তারা দামোদরের জল থেকে বৃদ্ধাকে উদ্ধার করেন। জামালপুর থানার পুলিশ স্থানীয়দের সহযোগীতায় বৃদ্ধাকে প্রথমে জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
advertisement
বৃদ্ধার নাম মাতুরি টুডু। বাড়ি রায়নার হিজলনার জাকতা গ্রামে। মাতুরি টুডু বলেন, তিনি রবিবার দুপুরের দিকে একাই দামোদরে স্নান করতে নেমেছিলেন,জল বেশি থাকায় ভেসে যান তিনি। দীর্ঘক্ষণ ভাসতে থাকার পর কোন কিছু ধরে আটকে যান তিনি এবং পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করেন।
ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খাঁন বলেন, বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। তাঁর পরিচয় ও ঠিকানা জানতে পেরেছে পুলিশ। হিজলনার জাকতা গ্রামে তাঁর বাড়ি। স্নান করতে নেমে জলে তিনি ভেসে যান। পুলিশ প্রশাসন অবশ্যই তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
সায়নী সরকার