TRENDING:

Dengue in Bardhaman: বর্ধমান মেডিক্যালে বৈঠকে গিয়ে অসন্তোষ প্রকাশ রেগে আগুন মন্ত্রী স্বপন দেবনাথ

Last Updated:

Dengue in Bardhaman: পূর্ব বর্ধমান জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০০ ছুঁই ছুঁই। গত সপ্তাহে জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৫ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসে বিরক্তি প্রকাশ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে অপরিচ্ছন্নতা,বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে নিউজ এইট্টিন বাংলায় কয়েক দিন আগেই খবর হয়েছিল। তারপরও টনক নড়েনি হাসপাতাল কর্তৃপক্ষের। এবার সেই অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করলেন মন্ত্রী।
Minister Swapan Debnath is not happy with the dirty look of Bardhaman medical college hospital
Minister Swapan Debnath is not happy with the dirty look of Bardhaman medical college hospital
advertisement

জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্ধমান শহরে জেলার মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। মশার বংশবৃদ্ধির রোধে জেলা জুড়ে প্রচার চালাচ্ছে প্রশাসন, স্বাস্থ্য দফতর। ঠিক সেই সময় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এত অপরিচ্ছন্নতা কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী।

advertisement

আরও পড়ুন -  Healthy Lifestyle Tips: দেদার মিলনেই যৌনরোগ ছড়ায় এমন নয়, এই ৬ পদ্ধতিতেও ছড়ায় রোগ

উত্তরোত্তর বেড়ে চলা ডেঙ্গি সংক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হাসপাতাল চত্বর দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন তিনি। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বৈঠক শেষে হাসপাতাল চত্ত্বর পরিদর্শনে যান তিনি। হাসপাতালের বিভিন্ন জায়গায় ঝোপঝাড় ও হাসপাতালের ভেতরে থাকা ড্রেন গুলি জঞ্জালে বুজে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

advertisement

আরও পড়ুন -  Egg Recipes: একঘেয়ে ডিম সেদ্ধ, ওমলেট রোজ সকালে, ট্রাই করুন জিভে জল আনা এগ ধোসা

পূর্ব বর্ধমান জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০০ ছুঁই ছুঁই। গত সপ্তাহে জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এর মধ্যে শুধুমাত্র বর্ধমান পুরসভা এলাকাতেই ১৭জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ১৯ জন ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।

advertisement

এই পরিস্থিতিতে পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ডেঙ্গি বিষয়ে সচেতনতা প্রচার চালানো হচ্ছে। এলাকায় গিয়ে পরিদর্শন করছেন স্বাস্থ্যকর্মীরা। সেখানে জমা জল, নর্দমা,ঝোপঝাড় পরিষ্কার করার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে বর্ধমান হাসপাতালের ভিতরেই অপরিচ্ছন্নতার ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী। দ্রুত হাসপাতাল চত্বর সাফসুতরো করার নির্দেশ দেন তিনি।

advertisement

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘প্রতিদিন যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তা চিন্তার কারণ। পূর্ব বর্ধমান জেলাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। প্রশাসনের তরফেও জোরদার প্রচার চালানো হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কিছু জায়গা অপরিষ্কার রয়েছে। এছাড়া ড্রেন গুলি নোংরা জমে বন্ধ হয়ে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি।’’

তিনি আরও বলেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে হাসপাতাল জুড়ে নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলছে তাই কিছু কিছু জায়গায় নর্দমা বন্ধ রাখা হয়েছে। সে জন্যই জল জমে থাকছে। মন্ত্রীর নির্দেশ মত যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল চত্ত্বর পরিচ্ছন্ন করে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Saradindu Ghosh

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue in Bardhaman: বর্ধমান মেডিক্যালে বৈঠকে গিয়ে অসন্তোষ প্রকাশ রেগে আগুন মন্ত্রী স্বপন দেবনাথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল