ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকায় পৌঁছে যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজখবর নেন বিধায়ক এবং দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বিধায়কের উদ্যোগে ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।
advertisement
সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয় যখন বাড়ির চাপা পড়ে এক মহিলা ও এক ব্যক্তি গুরুতর আহত হন। বিধায়ক নিজে উদ্যোগ নিয়ে তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “সরকারি ও প্রশাসনিক উদ্যোগে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যতদিন না তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন, আমরা তাঁদের পাশে আছি।” এলাকায় ত্রাণসামগ্রী পাঠানো ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আপাতত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার পাশাপাশি পুনর্গঠনের কাজেই জোর দিচ্ছে প্রশাসন।
Julfikar Molla